বাদল অধিবেশনের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Spread the love

আর দিনকয়েক পরেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কী বিষয়ে তাঁরা আলোচনা, তা নিয়ে কিছু জানানো হয়নি। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন মোদী।

তবে রাজনৈতিক মহলের মতে, আগামী ১৯ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই সরকারের কী কী নীতি, কী কী বিল পেশ করা হবে, করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে সংসদ চলবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হতে পারে। সেইসঙ্গে দেশের করোনা পরিস্থিতি, নয়া মন্ত্রীদের বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

এমনিতেই করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে পুরনো ঐতিহ্যে ফিরতে চলেছে সংসদের বাদল অধিবেশন। যা আগামী ১৩ অগস্ট শেষ হবে। করোনা-পূর্ববর্তী সময়ের মতো শেষ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সংসদ। নিয়ম মেনেই অধিবেশনে জিরো আওয়ার ও প্রশ্নোত্তর পর্ব থাকছে। ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, অধিবেশনে যোগ দেওয়ার জন্য সদস্যদের বাধ্যতামূলকভাবে করোনা টিকা নিতে হবে না। তবে মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি।

আর সেই অধিবেশনে করোনাভাইরাসের মোকাবিলা, করোনা টিকাকরণ, খাদ্যের দাম বৃদ্ধির মতো বিষয় নিয়ে বিজেপি সরকারকে বিরোধীরা চেপে ধরবে বলে রাজনৈতিক মহলের ধারণা। সরকারপক্ষ যে সেই বিরোধিতার আঁচ আগেভাগেই পেয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে, তা বিজেপির পদক্ষেপেই স্পষ্ট হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*