মুকুলের পর কি পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী? জল্পনা শুরু!

Spread the love

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়রম্যান পদে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। সেই জায়গায় কে বসেবন এই নিয়ে জোর জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক শিবিরে। আর তার মধ্যেই পিএসি-র সদস্য করা হল রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক হলেও গত বছর ১ অক্টোবর বিজেপি ত্যাগ করে  তিনি যোগ দেন তৃণমূলে। আর তাতেই রাজনৈতিক মহলের একটা বিরাট অংশের মত, মুকুল রায়ের পরে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন কৃষ্ণ কল্যাণী। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রীতি মেনে নতুন চেয়ারম্যান কে হবেন তা ঘোষণা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছিলেন তিনি। অভিযোগ এনেছিলেন, দেবশ্রী চৌধুরী কোনও কাজ না করলেও ভারতীয় জনতা পার্টি তাঁকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। শেষে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিনের মধ্যেই তিনি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন।

বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিগুলির মধ্যে একটি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বিজেপি প্রথমে চেয়েছিল উত্তরবঙ্গের একজন বিশিষ্ট বিধায়ককে সেই পদে বসুক। কিন্তু মুকুল রায়কে বসানোর পরে শাসক এবং বিরোধী শিবিরে ঠান্ডা লড়াই শুরু হয়। উল্লেখ্য, ২০২১ সালের ১১ জুলাই তৃণমূল শিবিরে ফেরত আসেন মুকুল রায়। এরপর তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু, খাতায় কলম বিরোধী শিবিরের হলেও তৃণমূলে যোগ দেওয়া এই বিধায়ক কীভাবে পাবলিক অ্যাকাউন্ট কমিটির দায়িত্বে থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিও তুলেছিলেন।

কিন্তু শেষে বিধানসভার স্পিকার রায় দেন, মুকুল বিজেপিতেই রয়েছেন। যদিও গেরুয়া শিবির তা মানতে চায়নি। গত ২৭ জুন এই দ্বন্দ্ব মিটিয়ে পিএসির চেয়ারম্যান পদ থেকে সরে যান মুকুল রায়। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে তবে কি মুকুল রায়ের ছেড়ে যাওয়া পদে অভিষেক হতে চলেছে কৃষ্ণ কল্যাণীর?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*