করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এল ভারতীয় ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়ার। তার জেরে স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। যদি বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে আগামিকাল (বুধবার) সেই ম্যাচ হতে পারে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
এএনআই জানিয়েছে, ক্রুণালের রিপোর্ট পজিটিভ আসায় দুই দলের সদস্যদের নিভৃতবাসে পাঠানো হয়েছে। সকলের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত দুই দলের বাকি সদস্যদের নিভৃতবাসে কাটাতে হবে। ওই সূত্র বলেছেন, ‘ক্রুণালের রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। যদি বাকি সকলের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে বুধবার সেই ম্যাচ হবে। খেলোয়াড়রা নিভৃতবাসে আছেন।’ যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
তারইমধ্যে পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবকে নিয়ে জট তৈরি হয়েছে। পরিবর্ত হিসেবে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল দু’জনেরই। সোমবার চোট পাওয়া ওয়াশিংটন সুন্দর, শুভমন গিলের পরিবর্ত হিসেবে তাঁদের পরিবর্ত হিসেবে ঘোষণা করেছে ভারতীয় বোর্ড।
Be the first to comment