প্রয়াত ব্রিগেডিয়ার কুলদীপ সিং চান্দুপুরি Nov 17, 2018 5:03 pm Rojdin desk আমার দেশ 0 Spread the love ব্রিগেডিয়ার কুলদীপ সিং চান্দুপুরি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শনিবার মোহালির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কুলদীপ সিং চন্দপুরি। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। শনিবার ৭৮ বছর বয়সে থেমে গেল তাঁর সেই লড়াই।
Be the first to comment