জন্ম পরিচয় নিয়ে সাংসারিক দোলাচলতার গল্প শোনাবে “কুলের আচার”

বর্ণালী দাশগুপ্ত

Spread the love

ভুল করেছে ভুল

তোমার এলো চুল

ভুল করেছি এই মধুমাসের বেলায়- ইতিমধ্যে এই গানটিতে সোশ্যাল মিডিয়ায় তরুণ-তরুণীদের মুখাভিনয় বা লিপসিঙ্ক করতে দেখা গেছে। আমরা যারা সাধারণ দর্শক বা শ্রোতা, তারা প্রত্যেকেই যেকোনো চলচ্চিত্রের ট্রেলার লঞ্চ হওয়ার আগেই সেটিতে ব্যবহৃত সঙ্গীতায়োজনের সঙ্গে পরিচিত হয়ে থাকি! প্রসেনের দলবল আয়োজিত এই গানটি, মাহতিম সাকিব এবং মধুবন্তী বাগচির যুগলবন্দীতে এক অসাধারণ মাত্রায় পৌঁছে গেছে! এছাড়াও স্যাভি গুপ্ত, ইমন চক্রবর্তীর মতো শিল্পীদের কন্ঠ বাকি গানগুলিতে অপরিসীম মাধুর্য ঢেলেছে।

‘শব্দ কল্প,’ ‘উড়নচণ্ডী,’ ‘ডাব চিংড়ি’র মতো বিভিন্ন পুরস্কার জয়ী সিনেমার পরিচালক সুদীপ দাস পরিচালিত ‘কুলের আচার’ সিনেমাটি মূলত একটি নারীকেন্দ্রিক পারিবার ভিত্তিক ছবি হলেও, তথাকথিত বাংলা মেগা সিরিয়ালের থেকে ভিন্ন স্বাদের। প্রথাগত যে সামাজিক নিয়মগুলি শুধুমাত্র মেয়েদের উপর বর্তায়, সেগুলির বিপক্ষে গর্জে ওঠার বার্তাই চ্যালেঞ্জ হিসেবে কুসংস্কারাচ্ছন্ন সমাজের সম্মুখে ছুঁড়ে দিতে চেয়েছেন এই চলচ্চিত্র নির্মাতারা।

সিনেমায় ব্যবহৃত কিছু কিছু সংলাপ মনে দাগ কেটে দেওয়ার মতো! এমনকি চরম আবেগপ্রবণ সংলাপের পাশাপাশি কমেডির ছোঁয়াও মিশেছে কোনও কোনও ক্ষেত্রে। সিনেমার অন্যতম মূল চরিত্র ইন্দ্রানী হালদার অর্থাৎ মিতালী সেনের একটি ডায়লগে তিনি বলেছেন- “আমাদের কি বাপ ঠাকুরদা নেই নাকি? যে আমরা অন্যেরটা ধার নিতে যাবো!”

কমেডি আর পারিবারিক টানাপড়েন এর পাশাপাশি মধুমিতা-বিক্রমের যুগলবন্দী আবারও ‘সেনসেশন’ তৈরি করেছেন দর্শকদের মনে! কিছু কিছু রোমান্টিক দৃশ্য অথবা কথোপকথন প্রত্যেক মানুষকে ভালোবাসতে বাধ্য করবে।

বিক্রম চ্যাটার্জী, মধুমিতা সরকার, ইন্দ্রানী হালদার এবং সুজন নীলের মতো খ্যাতনামা অভিনেতাদের পাশাপাশি মিঠি অর্থাৎ মধুমিতা সরকারের বড় জা এর চরিত্রে আমরা দেখতে পেয়েছি তপস্যা দাশগুপ্তকে। জি বাংলার এক বহুল জনপ্রিয় ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে ইদানিং তাঁকে দেখা যায়। বাকি তাবড়-তাবড় শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও অদ্ভুত সাবলীল অভিনয় করেছেন এই অভিনেত্রী। যা সত্যিই প্রশংসনীয়।

ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে মৈনাক ভৌমিকের কাজ আগেও বেশ কিছু ছবিতে বিশেষভাবে আকর্ষিত হয়েছে । দৃশ্যায়নের স্বার্থে কিছু কিছু এক্সপেরিমেন্টাল সিনেমাটোগ্রাফি বেশ ভালো। এস ভি এফের শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত এই ‘কুলের আচার’ সিনেমাটি গত ১৫ জুলাই শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিভিন্ন জায়গায় ‘মুভি প্রমোশনাল ইভেন্ট’-এ দেখা গিয়েছে এই সিনেমার বিশেষ বিশেষ তারকাদের। বেশিরভাগ ‘ইন্ডোর সিন’ এবং ‘মেলোড্রামা’ নির্ভর পারিবারিক ‘কনসেপ্ট’ ইত্যাদি সমালোচিত হলেও আদতে পুরো সিনেমাটি দেখে অসন্তুষ্ট হবেননা কেউই। কম বাজেটের ছবি হলেও প্রত্যেকে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*