কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ পেলো পুলিশ; পড়ুন বিস্তারিত!

Spread the love

কুলতলিতে অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। শুক্রবার বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিসের যৌথ অভিযানে এগুলি উদ্ধার হয়। বিশ্বনাথ মণ্ডল ও বিকাশ মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও পুলিস বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে যৌথভাবে হানা দেয়। আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি সে অস্ত্র তৈরি করত বলে পুলিস সূত্রে খবর। বাড়িতে হানা দিয়ে জানা যায় বিহারের এক বাসিন্দা সেখানে অস্ত্র তৈরি করে। ছট পুজো উপলক্ষ্যে সে বাড়ি গিয়েছে। ঘটনাস্থল থেকে বিশ্বনাথ ও বিকাশ মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছ’টি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ১০টি বোমা উদ্ধার করা হয়।

এছাড়াও লোহার পাইপ, রড, কাঠের বাট, ফায়ারিং পিন, ড্রিল, পালিশ, হাত লেদ মেশিন, লোহার ফলক সহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম মিলেছে। পুলিস জানিয়েছে, এর আগে বেআইনি অস্ত্র কারবারিরা যে সব মেশিন ব্যবহার করত, সেগুলি আকারে বড় ছিল। ফলে চললে শব্দ হত। সেই শব্দের সূত্র ধরেই অনেক সময় অস্ত্র কারখানার হদিশ মিলত। কিন্তু বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে যে সব অস্ত্র তৈরির যন্ত্র পাওয়া গিয়েছে, সেগুলি আকারে ছোটো হওয়ায় শব্দ খুবই কম হত। তাই দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করলেও এতদিন ধরা পড়েনি বিশ্বনাথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*