ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল আগামীকাল ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । তার আগে ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর বর্বরোচিত হামলা। অভিযোগ, আগরতলায় মহারাজা বীর বিক্রম কলেজে তৃণমূল সমর্থক ছাত্র-ছাত্রীদের উপর আরএসএস তথা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এই আক্রমণ চালিয়েছে।
উল্লেখ্য, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজ, শুক্রবার সেখানে তার প্রস্তুতি চলছিল। সে সময় আক্রান্ত হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হিমাদ্রি শেখর বণিক, সোলাঙ্কি সেনগুপ্ত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও প্রতাপ সিং। সোলাঙ্কির পরিবারের অভিযোগ, মেয়ে একাই কলেজে ছিল। তার সঙ্গে তৃণমূলের কোনও সদস্য ছিল না। তারপরও সোলাঙ্কির উপর আক্রমণ করা হয়। তার মোবাইল ভেঙে দেওয়া হয়। এমনকি দীর্ঘক্ষন সোলাঙ্কি কোথায় ছিলেন তার খোঁজও পাওয়া যাচ্ছিল না। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে সোলাঙ্কির পরিবার। এসডিপিও রমেশ যাদব খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এখনও কলেজের সামনে যথেষ্ট উত্তেজনা রয়েছে।
এদিকে, এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুনাল ঘোষ। দলের নির্দেশে জরুরি পরিস্থিতিতে শুক্রবার আগরতলা যাচ্ছেন কুণাল। তাঁর সঙ্গে যাচ্ছেন রাজ্যসভার সংসদ শান্তনু সেন।
Be the first to comment