সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যে ত্রিপুরা আদালতে জামিন পেলেন কুণাল ঘোষ

Spread the love

সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরায় একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই তিনটি মামলায় জামিন পেলেন কুণাল। আজ, সোমবার অমরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাস তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত ৩০ হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন কুণাল। এদিন ত্রিপুরার গোমতী জেলার অমরপুর আদালতে হাজিরাও দেন তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর।

এই মামলায় ২০২১-এর নভেম্বরে ত্রিপুরা পুলিসের জেরার মুখোমুখি হন কুণাল ঘোষ৷ জেরায় পুলিসকে তিনি জানান, রামের নাম নিয়ে তৃণমূলের উপর হামলা হচ্ছে৷ সেটাকে কাউন্টার করার জন্য তিনি সীতার পাতালপ্রবেশের কথা বলেছিলেন৷ পরে থানার বাইরে সাংবাদিকদের সামনে বিপ্লব দেব সরকারকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ‘একটা নিয়ম করে দিক৷ রামায়ণের এই অংশটা বলে হামলা করা হবে৷ আর এই অংশটা বললে মামলা হবে৷’ থানার ভেতর দেড় ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল তাঁকে।

ত্রিপুরায় এক পথসভায় কুণাল বলেছিলেন, ‘জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত করে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। তার ফলে রামরাজ্যে অপমানিত হয়েছেন সীতা। তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়েছিল। আর সীতার পাতালে প্রবেশ কার্যত আত্মহননের শামিল।’ তৃণমূল নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে পাঁচটি পৃথক মামলা করে পুলিস। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী আজ বলেন, ‘এই মামলার মধ্যে সারবত্তা নেই। এটা রাজনৈতিক চক্রান্ত ও উদ্দেশ্য প্রণোদিত। সরকারি আইনজীবীর সওয়াল আদালতে গ্রাহ্য হয়নি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*