নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। এমনকী, নিম্ন আদালত ওই আবেদনের ভিত্তিতে যে তদন্ত কমিটি গঠন করেছিল তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নিয়োগ মামলায় গ্রেফতার বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর দাবি, তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে আদালত।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ১৪ দিন পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন তিনি। তাঁর বক্তব্য না শুনেই কেন এই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হল, মামলায় সেই প্রশ্নই তুলেছেন কুন্তল। এখন ডিভিশন বেঞ্চের অনুমতি পেলে পুলিশ ও সিবিআই কুন্তলের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করতে পারবে।
প্রসঙ্গত,নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ গত মে মাসে নিম্ন আদালতে বিচারকের ঘরে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিলেন। তাঁর দাবি ছিল, তাঁকে জেরা করার নামে কেন্দ্রীয় সংস্থা হেনস্থা করছে। কুন্তলের অভিযোগের ভিত্তিতে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদলতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই মতো তদন্তও শুরু হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে এই তদন্তের বিরোধিতা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।কিন্তু গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্ট। ফলে আপাতত কলকাতা পুলিশ ওই মামলার তদন্তে অন্তর্ভুক্তি পাচ্ছে না।
Be the first to comment