নদীতে সেনাবাহিনীর বাস; নিহত ৭ জওয়ান, জখম কমপক্ষে ১৯

Spread the love

লাদাখের তুরতুক সেক্টরে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর বাস। ঘটনায় নিহত হয়েছেন সাত জওয়ান। আহত হয়েছেন ১৯ জন। আহতদের ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বাসটিতে ২৬ জন জওয়ান ছিলেন। বাসটি রাস্তা থেকে পিছলে সাইঅক নদীতে পড়ে যায়। সেনা সূত্রের খবর, ওই বাসে সেনা জওয়ানদের পরতাপুর ট্র্যানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার থোউজি থেকে ২৫ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ৬০ নীচে নদীতে গিয়ে পড়ে। এদিন সকাল ৯টায় ওই ঘটনার পরই স্থানীয়রা প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে আসে সেনাবাহিনী। হতাহতদের উদ্ধার করার জন্য ব্যবহার করা হয় বায়ুসেনার হেলিকপ্টারও।

সেনা বাহিনীর এক মুখপাত্র জানান, আহতদের প্রথমে পরতাপুর ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও ঘটনাস্থলে রওনা হয়ে যান। আহত সকলেরই আঘাত গুরুতর। ওই মুখপাত্র আরও জানান, আহত সেনা জওয়ানদের সেরা চিকিৎসা দেওয়ার সমস্তরকম উদ্যোগ নেওয়া হয়েছে। আহত জওয়ানদের পরে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নততর চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রের খবর, ওই পাহাড়ি নদীতে জল খুব ছিল না। কিন্তু নদীটি বড় বড় পাথরে ভর্তি। পাহাড়ি রাস্তা থেকে ধাক্কা খেতে খেতে বাসটি নদীতে পড়ে যায়। একদম দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জওয়ানের। আহতদের কারও হাত, কারও পা, কারও মাথায় গুরুতর চোট লাগে। এই ঘটনায় টুইটে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*