লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রকে শনিবার বেলা ১১ টার সময় হাজির দেওয়ার কথা জানানো হয়েছে ৷ শুক্রবার এই মামলার শুনানির শুরুতে সুপ্রিম কোর্টে এই তথ্য দিলেন উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রবীণ আইনজীবী হরিশ সালভে ৷ বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট চেয়ে শুক্রবার মামলা শোনার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি হিমা কোহলি ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ অক্টোবর, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এন ভি রামানা ফের আশিস মিশ্রকে নোটিস পাঠানো প্রসঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রসঙ্গ উত্থাপন করে জানান, অভিযুক্তকে শুধুমাত্র নোটিস পাঠিয়ে আসতে বললে হবে না ৷ তিনি বলেন, “তাঁর বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাই অন্যান্য মামলাগুলিতে বাকিদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও তাই করুন ৷” প্রধান বিচারপতি উল্লেখ করেন এই ঘটনার সাক্ষী রয়েছে ৷
আইনজীবী সালভে জানান, ময়নাতদন্তের রিপোর্টে কোনও গুলির আঘাতের প্রমাণ মেলেনি ৷ তবে দুটো কার্টিজ পাওয়া গিয়েছে ৷ হতে পারে যে অভিযুক্তের কোনও দুরভিসন্ধি ছিল ৷ এতে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, তাহলে কি অভিযুক্তকে জেল হেফাজতে না নেওয়ার এটাই কারণ?
সুপ্রিম কোর্ট লখিমপুরে ৮ জনের মারা যাওয়ার ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে উল্লেখ করে ৷ প্রধান বিচারপতির নেতৃত্ব ৩ সদস্যের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে রীতিমতো ভর্ৎসনা করে জানায় অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷
এদিন উত্তরপ্রদেশ সরকারকে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, সরকার যেন অন্য কোনও উপায়ে তদন্ত করার কথা সুপ্রিম কোর্টকে জানায় ৷ প্রধান বিচারপতি উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশ্যে বলেন, “এই কেসের সব প্রমাণ সুরক্ষিত রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনও সংস্থা এর তদন্ত ভার নিচ্ছে ৷ আর এ বিষয়টি নিশ্চিত করবেন ডিজিপি ৷”
সরকারের তরফে হরিশ সালভে এ বিষয়ে সুপ্রিম কোর্টকে সুনিশ্চিত করে জানায় যে, এই মামলার সব প্রমাণ নিরাপদে রাখার কথা রাজ্য পুলিশের উচ্চ আধিকারিককে জানানো হবে ৷
তবে আজ বেঞ্চ সরকারি আইনজীবীকে এই মামলায় উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করে ৷ বেঞ্চের তরফে জানানো হয়, “আমরা প্রবীণ আইনজীবী সালভের কথা শুনেছি ৷ রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানিয়েছেন তিনি ৷ স্টেটাস রিপোর্টও জমা দেওয়া হয়েছে ৷ যাই হোক, আমরা রাজ্যের এই পদক্ষেপে সন্তুষ্ট নই ৷”
Be the first to comment