
রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করা হয়েছে, যিনি একাধিক বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও শুল্ক দফতরের সন্দেহজনক আচরণের ফলে তার তল্লাশি শুরু করা হয়। জানা গেছে, ওই যাত্রী বাংলাদেশে যাচ্ছিলেন। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় তার চোখ-মুখ বেয়ে ঘাম ঝরতে শুরু করলে নিরাপত্তারক্ষীরা সন্দেহ করেন এবং তার ব্যাগ তল্লাশি করেন।
তল্লাশি করে, নিরাপত্তারক্ষীরা প্রায় দশ হাজার বেলারুশের টাকা (Belarusian Ruble) উদ্ধার করেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৬৪ হাজার টাকার সমান। এছাড়াও, তার ব্যাগ থেকে ভেনেজুয়েলার সরকারি মুদ্রা বলিভারও উদ্ধার হয়, যার মূল্য ৩ লক্ষ ৮৫ হাজার ১৮৫ টাকা। শুল্ক দফতর যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে, ওই বিদেশী মুদ্রাগুলি কোথা থেকে এসেছে এবং তিনি বাংলাদেশে কী উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এখন পর্যন্ত, ওই ব্যক্তি কোনো সঠিক জবাব না দেওয়ায়, এয়ার ইন্টেলিজেন্স ইউনিট তাকে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে এবং তার ব্যাপারে তদন্ত চলছে।
Be the first to comment