Live — মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে বিজেপি জোট, ঝাড়খণ্ড হেমন্ত সোরেনই

Spread the love

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে সমানে সমানে লড়াই বিজেপি জোট বনাম কংগ্রেস জোটের। সেই সঙ্গে ভবিষ্যৎ নির্ধারণ হবে একধিক রাজনৈতিক দলের। এছাড়াও রাহুলের ছেড়ে যাওয়া জেতা আসনে প্রিয়াঙ্কা কতটা প্রভাব ফেলতে পারে সেউদিকেও নজর থাকবে সকলেরই। সুতরাং দেশের ভোটের ফল কি হয় জানতে সরাসরি চোখ রাখুন ‘রোজদিনে’র লাইভ আপডেটে।

 

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১২.২০ : ঝাড়খণ্ডের মসনদে আসীন হতে চলেছেন হেমন্ত সোরেনই। ক্ষমতাসীন জেএমএমের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ (জেএমএম,কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল-র জোট) ঝাড়খণ্ডে ৫১টি আসনে এগিয়ে রয়েছে এই জোট। জেএমএম একাই এগিয়ে ২৮টি আসনে।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১২.০০ : মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএর শিন্ডেসেনা, বিজেপি, এনসিপি (অজিত)-র ‘মহাজুটি’। ২৮৮টির মধ্যে ২২১টি আসনে তারা এগিয়ে রয়েছে। দুটি আসনে জয়ী হয়ে গিয়েছে। অন্যদিকে বিরোধী জোট শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদেরদল সে ভাবে লড়াইয়ে থাকতে পারলো না।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৩০ : ৩ লাখের গণ্ডি পেরলেন প্রিয়াঙ্কা। ওয়ানাড়ে কংগ্রেস প্রার্থী ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে। প্রিয়াঙ্কা পেয়েছেন ৩৫৭১৬৫ ভোট। বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন সিপিআই প্রার্থী। তিনি পেয়েছে ১২২১৩০ ভোট। বিজেপি পেয়েছে ৬৭০৫৮।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.২৫ : মহারাষ্ট্রের হেভিওয়েটদের মধ্যে এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, দুই উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবিস। বিরোধীদের মধ্যে এগিয়ে আদিত্য ঠাকরে, নানা পাটোলে। পিছিয়ে কংগ্রেসের বালাসাহেব থোরাট, পৃথ্বীরাজ চৌহান।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.২০ : মহারাষ্ট্রে বিজেপি একাই ১২৫ আসনে এগিয়ে। শিব সেনা ৫৫, অজিতের এনসিপি ২৫ আসনে এগিয়ে। ধরাশায়ী দশা বিরোধী শিবিরের। বিরোধীদের মধ্যে কংগ্রেস ২২, শিব সেনা উদ্ধব ১৭ এবং শরদ পওয়ার ১৭ আসনে এগিয়ে।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.১০ : মহারাষ্ট্রের সদ্য নিহত এনসিপি নেতা বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। তিনি অজিত পওয়ারের এনসিপির টিকিটে লড়ছেন। ওই কেন্দ্রে দু’হাজারের বেশি ভোটে এগিয়ে শিবসেনা প্রার্থী বরুণ সরদেশাই। যিনি উদ্ধব ঠাকরের ভাইপো। বান্দ্রা পূর্বে ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন জিশান। পরে তিনি এনসিপিতে যোগ দেন।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.০০ : ঝাড়খণ্ডে জাদুসংখ্যা পেরল ‘ইন্ডিয়া’, মহারাষ্ট্রে ২০০ পেরল এনডিএ, দেড় লক্ষ ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.৪৫ : ঝাড়খণ্ডে এগিয়ে গেল ‘ইন্ডিয়া’। ক্ষমতাসীন জেএনএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল (লিবারেশন)-এর ‘মহাগঠবন্ধন’ ৫০টির বেশি আসনে এগিয়ে গেল। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.৩০ : মহারাষ্ট্রে বিজেপির ‘মহাজুটি’ অনেকটা এগিয়ে গিয়েছে। পেরিয়ে গিয়েছে জাদুসংখ্যাও। ২৮৮টি আসনের মধ্যে ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে তারা। ‘ইন্ডিয়া’ এগিয়ে প্রায় ৭০টি আসনে।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.২০ : ভোটের লড়াইয়ে অভিষেক হয়েই লাখের গণ্ডি পেরল প্রিয়াঙ্কা। এক লক্ষ ভোটের ব্যবধান পেরিয়ে গেলেন‌ প্রিয়ঙ্কা গান্ধী। মাস ছয়েক আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়ঙ্কাকে ছেড়ে দেন তিনি।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.০০ : ওয়েনাড়ের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। বিজেপির নব্যা হরিদাসকে ৬০ হাজারের বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন তিনি।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৩০ : মহারাষ্ট্রের অনুশক্তিনগর কেন্দ্রে এগিয়ে গিয়েছেন এনসিপি নেতা তথা অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। অজিত গোষ্ঠীর প্রার্থী সানা মালিককে পিছনে ফেলে এগিয়ে গেছেন তিনি।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.২০ : প্রায় ১ ঘণ্টার গণনা শেষ। মহারাষ্ট্রে ৯২ আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। কংগ্রেস নেতৃত্বাধীন এমভিএ এগিয়ে ৬০ আসনে। ঝাড়খণ্ডে ৩৪ আসনে এগিয়ে বিজেপি জোট। ১৭ আসনে এগিয়ে ইন্ডিয়া।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.০০ : পুণে জেলার বারামতী বরাবর পওয়ারদের শক্ত ঘাঁটি। শনিবার গণনার শুরুতে সেখানে এগিয়ে রয়েছেন এনসিপির নেতা অজিত পওয়ার। তিনি লড়ছেন ভাইপো যুগেন্দ্র পওয়ারের বিরুদ্ধে। শরদ পওয়ারের গোষ্ঠীর সমর্থন রয়েছে যুগেন্দ্রর কাছে।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮.৪৫ : কেরলের ওয়েনাড়ে উপনির্বাচন হয়েছে। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রিয়ঙ্কা বঢরা গান্ধী। গণনার শুরুতে প্রাথমিক ভাবে তিনি এগিয়ে আছেন।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮.৩০ : প্রাথমিক ট্রেন্ডে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই এগিয়ে এনডিএ জোট। তবে সেটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড।

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮.১০ : মহারাষ্ট্রে মোট আসনের সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১৪৫। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি আসন

২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮ : মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ভোটগণনা শুরু হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*