গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। শনিবার এই ছয় কেন্দ্রের ফলপ্রকাশ। এই বিধানসভাগুলি কাদের দখলে যাবে, জানতে চোখ রাখুন ‘রোজদিন’-এর লাইভ আপডেটে
২৩ নভেম্বর ২০২৪, বেলা ৩.২০ : মেদিনীপুর বিধানসভায় প্রায় ৩৪ হাজার ভোটে জিতল তৃণমূল প্রার্থী। তৃণমূলের সুজয় হাজরা পেয়েছে ১১৫১০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভজিত রায় পেয়েছে ৮১১০৮ ভোট। সিপিআইএম প্রার্থী মণি কুন্তাল খামারি ভোট পেয়েছেন ১১৮৯২।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ৩.১৫ : সিতাই এবং হাড়োয়া বিধানসভায় জামানত বাজেয়াপ্ত হল বিজেপির
২৩ নভেম্বর ২০২৪, বেলা ৩. ১০ : মেদিনীপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ৫৩.৪৪ শতাংশ, বিজেপির পেয়েছে ৩৭.৬৫ শতাংশ ভোট, সিপিআইএম ভোট পেয়েছে ৫.৫২ শতাংশ, কংগ্রেসের ঘরে ভোট এসেছে মাত্র ১.৮৪ শতাংশ।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ২.৩০: রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকাতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে চারটি আসন জিতে নিয়েছে ঘাসফুল শিবির৷ বাকি দু’টি আসেনও জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেই রাজ্যবাসীকে অভিনন্দন জানালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ২.২০: আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম ভোটে বাজিমাত করেছে ঘাসফুল শিবির। ছয়টি বিধানসভা আসনেরর উপনির্বাচনে সব কয়টিতেই বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি ফের স্মরণ করিয়ে দিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেস জমিদারদের দল নয়, বররং মানুষের অধিকার ও স্বার্থরক্ষার পাহারাদার।’ সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, ‘মানুষের বিশ্বাস ও ভালবাসা আগামী দিনে। দলকে আমজনতার জন্য কাজ করার উৎসাহ জোগাবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘জমিদার প্রসঙ্গ উত্থাপন করে কার্যত বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।’
২৩ নভেম্বর ২০২৪, বেলা ২.১০: হাড়োয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ৭৬.৬৩ শতাংশ, বাম সমর্থিত আইএসএফ ভোট পেয়েছে ১২.৫৩ শতাংশ, বিজেপির প্রার্থী পেয়েছে ৬.৬২ শতাংশ ভোট। বামেদের মাত্র ২.৩৩ শতাংশ।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ১.৪৬: সিতাই বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ৭৬.০৮ শতাংশ, বিজেপির প্রার্থী ভোট ১৬.২ শতাংশ পেয়েছেন, কংগ্রেস পেয়েছে ৪.২১ শতাংশ ভোট, বামেদের ঘরে ভোট এলো মাত্র ১.৫২ শতাংশ
২৩ নভেম্বর ২০২৪, বেলা ১.৪৫: মাদারিহাট বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ৫৪.০৫ শতাংশ, বিজেপির প্রার্থী ভোট ৩৪.৮৩ শতাংশ পেয়েছেন, বামেদের মাত্র ২.৩৩ শতাংশ, কংগ্রেসের ঘরে ভোট এলো ২.০৬ শতাংশ ভোট।
২৩ নভেম্বর ২০২৪ , বেলা ১.৩০ : উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জিতল তৃণমূল প্রার্থী রাবিউল ইসলাম। তৃণমূল পেয়েছে ১৫৭০৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোট সমর্থিত আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছে ২৫৬৮৪ ভোট। বিজেপি প্রার্থী বিমল দাস ভোট পেয়েছেন ১৩৫৭০।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ১২.৫২ : উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভায় ৪৯ হাজারের বেশি ভোটে জিতল তৃণমূল প্রার্থী সনৎ দে। তৃণমূল পেয়েছে ৭৮৭৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছে ২৯৪৯৫ ভোট। সিপিআইএমএল (লিবারেশন)-এর দেবজ্যোতি মজুমদার ভোট পেয়েছেন ৭৫৯৩।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ১২.৪৩ : মাদারিহাট হাত ছাড়া বিজেপির। আলিপুরদুয়ারে মাদারিহাট বিধানসভায় ২৮ হাজারের বেশি ভোটে জিতল তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। তৃণমূল পেয়েছে ৭৯১৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার পেয়েছে ৫১০১৮ ভোট। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ৩০২৩ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ১২.১৫: কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জিতল তৃণমূল প্রার্থী। তৃণমূল পেয়েছে ১৬৫৭৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিপক কুমার রায় পেয়েছে ৩৫২৮৯ ভোট। কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ ভোট পেয়েছেন ৯১৬৪।
২৩ নভেম্বর ২০২৪, বেলা ১২.০৫ : সিতাইয়ে দেড় লাখের গণ্ডি পেরলো তৃণমূল। দ্বাদশ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গিতা রায় এগিয়ে ১ লক্ষেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ১৬৫২০০ ভোট। বিজেপি পেয়েছে ৩৫২১৭ ভোট।
২৩ নভেম্বর ২০২৪ , বেলা ১২.০০ : নৈহাটিতে ৪৮ হাজার ৯১২টি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৫৫ : সিতাইয়ে লাখের গণ্ডি পেরলো তৃণমূল। নবম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গিতা রায় এগিয়ে ৯৩ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ১২২৩৪২ ভোট। বিজেপি পেয়েছে ২৯১৩৪ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৫০ : মাদারিহাট কেন্দ্রে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো এগিয়ে ২৩ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৫৭৩২৯ ভোট। বিজেপি পেয়েছে ৩৪০১৯ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৪৫ : নৈহাটি কেন্দ্রে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সনত দে এগিয়ে ৩০ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৪৯২৫২ ভোট। বিজেপি পেয়েছে ১৮৬০০ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৪০ : হাড়োয়ায় ষষ্ঠ রাউন্ডে ৬৩৪৫১টি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৭২৪১৪ ভোটে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৮৯৬৩ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি এগিয়ে এল তৃতীয় নম্বরে। বিজেপি পেয়েছে ২৯৪৭ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৩৫ : মেদিনীপুরে সপ্তম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে আছে ১৮১১৭ ভোটে। তৃণমূল পেয়েছে ৫৬৬০০ ভোট। বিজেপি পেয়েছে ৩৮৪৮৩ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.৩০ : বাঁকুড়ার তালড্যাংরায় চতুর্থ রাউন্ডের গণনা শেষে ১২১৫৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তৃণমূল ভোট পেয়েছে ৩৪৫৮৮ ভোট। বিজেপি পেয়েছে ২২৪৩০ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১১.১৫ : সিতাইয়ে সপ্তম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গিতা রায় এগিয়ে ৭৪ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৯৬৭৯৬ ভোট। বিজেপি পেয়েছে ২২০৯৭ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.২০ : বাঁকুড়ার তালড্যাংরায় তৃতীয় রাউন্ডের গণনা শেষে ৮২০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। দ্বিতীয় রাউন্ড শেষে তিনি এগিয়ে ছিলেন ৬৩২৪ ভোটে। মোট ১১ রাউন্ড গণনা হবে তালড্যাংরায়।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ১০.০০ : উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং কোচবিহারের সিতাই— দুই বিধানসভা কেন্দ্রেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শাসক দলের এগিয়ে থাকার ব্যবধান। কমিশনের তথ্য অনুসারে, হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন ৩৩৯৪১ ভোটে। সিতাইয়ে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের সঙ্গীতা রায় ৫১৩৫৬ ভোটে।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৫০ : হাড়োয়ায় তৃতীয় রাউন্ডে ৩৩৯৪১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৩৭৪৮০ ভোটে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৩৫৩৯ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেস এখনও পর্যন্ত ৪০৩টি এবং বিজেপি ৮৫৬টি ভোট পেয়েছে।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৪৫ : সিতাইয়ে তৃতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ৪০ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৪৬৪৭৯ ভোট। বিজেপি পেয়েছে ৫৮৪৪ ভোট।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.৩৫ : নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে, সিতাইয়ে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২৫৫২৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের সঙ্গীতা রায়। মাদারিহাটে দ্বিতীয় রাউন্ড শেষে ৯৯৩৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। নৈহাটিতে দ্বিতীয় রাউন্ড শেষে ৯০০৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। হাড়োয়ায় প্রথম রাউন্ড শেষে ১২৯৭৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। মেদিনীপুরে প্রথম রাউন্ড শেষে ১৫৮৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.১৫ : হাড়োয়া থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৯৭৩ ভোটে। মাদারিহাটে প্রায় ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালড্যাংরা থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩০০ ভোটে। সিতাই থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১৫৩০০-এরও বেশি ভোটে। নৈহাটিতে তৃণমূল এগিয়ে রয়েছে ১৪৬৯০ ভোটে। মেদিনীপুর থেকে ৫ হাজারেরও বেশি ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.১০ : প্রাথমিক প্রবণতায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ সালের ভোটে এখান থেকে জয়ী হয় বিজেপি। সেখানেও প্রাথমিক প্রবণতায় এগিয়ে তৃণমূল।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.০৫ : সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনেও প্রাথমিক প্রবণতায় এগিয়ে তৃণমূল। সিতাই থেকে এ বার তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতা রায়। তিনি ১৪ হাজার ১৩৩ ভোটে এগিয়ে রয়েছে।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৯.০০ : গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, বাঁকুড়ার তালড্যাংরা থেকেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এ বারের উপনির্বাচনে সেখান থেকে তৃণমূল প্রার্থী করেছে ফাল্গুনী সিংহবাবুকে।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮.৫৫ : গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে, হাড়োয়াতে প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮.২৫ : কোন বিধানসভা কেন্দ্রে কত রাউন্ড গণনা?
তালড্যাংরায় ১১ রাউন্ড গণনা হবে। নৈহাটিতে ১০ রাউন্ড গণনা হবে। হাড়োয়ায় ১৪ রাউন্ড গণনা হবে। মেদিনীপুরে ১৭ রাউন্ড গণনা হবে। মাদারিহাটে ৯ রাউন্ড গণনা হবে। সিতাইয়ে ১২ রাউন্ড গণনা হবে।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮.১৫ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ছ’টি আসনের মধ্যে পাঁচটিতেই তৃণমূল জয়ী হয়। এক মাত্র মাদারিহাট যায় বিজেপির দখলে। ২০২১ সালের নির্বাচনে সিতাইয়ে ১০১১২ ভোট, তালড্যাংরায় ১২৩৭৭ ভোট, মেদিনীপুরে ২৪৩৯৭ ভোট, হাড়োয়ায় ৮০৯৭৮ ভোট এবং নৈহাটিতে ১৮৮৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয় তৃণমূল। মাদারিহাট থেকে বিজেপি ২৯৬৮৫ ভোটের ব্যবধানে জয় পায়। এ বারের উপনির্বাচনে ছয়ে ছয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল।
২৩ নভেম্বর ২০২৪, সকাল ৮ : গণনা শুরু হল। গণনাকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী-সহ ত্রিস্তরীয় ব্যবস্থা রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি আসনে গত ১৩ নভেম্বর ভোট হয়েছিল। শনিবার তার গণনা শুরু হল।
Be the first to comment