আগামী কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচনের সম্ভাবনা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রিয়াঙ্কা গান্ধীর। জয় নিশ্চিত করতে তেলঙ্গানা এবং কর্নাটকের ২টি আসন থেকে সোনিয়া-কন্যার প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেওয়া হয়েছে। সূত্রের খবর, কর্নাটকের কোপ্পাল কেন্দ্র থেকে লড়াইয়ের সম্ভাবনা প্রিয়াঙ্কা গান্ধীর। কোপ্পালের পাশাপাশি তেলেঙ্গানার একটি আসন থেকেও প্রিয়াঙ্কাকে প্রার্থী করার কথা বিবেচনা করা হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।
কর্নাটকের কোপ্পাল জেলাটি রাজ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি। বর্তমানে এই লোকসভা আসনটি বিজেপির দখলে। গত বিধানসভা নির্বাচনে কোপ্পালের আটটি বিধানসভা আসনের মধ্যে ছয়টিতে জিতেছে কংগ্রেস। সেই কারণে, কোপ্পালকে নিরাপদ আসন বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব। এ ব্যাপারে এই কেন্দ্র থেকে প্রিয়াঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতার করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জয় নিশ্চিত করতে এআইসিসি-র পক্ষ থেকে কোপ্পালে একটি জনমত সমীক্ষা করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
কংগ্রেসের একাংশ প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে ঠাকুরমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া দেখছেন। ১৯৭৮ সালের লোকসভা নির্বাচনে কর্নাটকের চিকমাগালু থেকে জিতে লোকসভায় প্রথমবার প্রবেশ করেছিলেন ইন্দিরা। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। কংগ্রেস চাইছে, ঠাকুরমার পথ ধরে প্রিয়াঙ্কাও যাতে দক্ষিণের রাজ্য কর্নাটক থেকে প্রথমবার সংসদে যেতে পারে।
প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া-ও কর্নাটক থেকে জিতে প্রথমবারের মতো সংসদীয় রাজনীতির স্বাদ পেয়েছিলেন। ১৯৯৯ সালে বেলারি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তীব্র লড়াইয়ের পর সোনিয়া হারিয়ে দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে।
Be the first to comment