খেলার মাঠে আঙুল ঠেকালে কবজি কেটে নেব, হুঁশিয়ারি মদন মিত্রের

Spread the love

কবজি কেটে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ও বিধায়ক মদন মিত্র ৷ তাঁর বিধানসভা কেন্দ্রের একটি মাঠ দখলের চেষ্টা করছে বেশ কিছু তৃণমূল আশ্রিত জমি-মাফিয়ারা ৷ তাই তিনি তাদের হাত কেটে দেবেন বলে হুঁশিয়ারি দিলেন ৷ পরে যদিও তাঁর এমন বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কামারহাটির বর্তমান বিধায়ক ৷

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় মেঘনাদ মাঠ দখল করে বহুতল আবাসন বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলেরই কয়েকজন ৷ এ প্রসঙ্গে কামারহাটির বিধায়ক বলেন, “বেশকিছু অপরাধী খেলার মাঠে বেআইনি নির্মাণ কাজের চেষ্টা চালাচ্ছে ৷ আমি ও সাংসদ সৌগত রায় এই মাঠটাকে সুন্দর করে সাজানোর পরিকল্পনা করছিলাম ৷ তাদের উপর নজর রাখছি ৷” তিনি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ পুলিশ কোনও পদক্ষেপ না করলে, মানুষকে নিয়ে আন্দোলনে নামার কথা বলেছেন মদন মিত্র ৷

শনিবার রাতে একটি ফেসবুক লাইভে জমি মাফিয়াদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, “যদি তারা ভাবে যে আমায় ভয় দেখাবে বা কিনে নেবে, তাহলে ভুল ভাবছে ৷ আমি তাদের শেষ বারের মতো সাবধান করছি ৷ তারা যদি মাঠে একটা আঙুলও রাখে, আমি তাদের হাত থেকে কবজিটা কেটে নেব ৷ যদি প্রয়োজন হয়, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব এবং তাঁকে বলব কীভাবে কিছু লোক দলের নাম বদনাম করছে ৷”

এই ঘটনায় নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক মদন মিত্রকে সমর্থন জানিয়ে তাঁকে ‘জননেতা’ আখ্যা দেন ৷ তিনি জানান, প্রাক্তন মন্ত্রী মাঠে বাচ্চাদের খেলার অধিকার ছিনিয়ে নেওয়ার এই চেষ্টায় ব্যথিত হয়েছেন ৷ তবে সাংবাদিকদের পার্থ বলেন, “তাঁর হাত থেকে কবজি কেটে নেওয়ার মতো শব্দ ব্যবহার করা উচিত হয়নি ৷”

পার্থ ভৌমিকের কথায় মদন মিত্র অন্য একটি ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে নেন ৷ সেখানে তিনি বলেন, “আমি কথাগুলো ফিরিয়ে নিচ্ছি ৷ বুঝতে পারছি আমরা শাসক দল এবং আমাদের কিছুটা ধৈর্য ধরা উচিত ৷ কিন্তু ওই ধরনের মানুষেরা শুধুমাত্র ওই ভাষা বুঝতে পারে ৷” তিনি জানান পার্থ ভৌমিকের বিধানসভা কেন্দ্রের জমি-খাদকদের তুলনায় বেলঘরিয়ার জমি-খাদকরা আরও ভয়ঙ্কর ৷ তার উদাহরণ হিসেবে তিনি বলেন, “৬৩ টা বড় পুকুর ছিল বেলঘরিয়ায়, কিন্তু জমি-খাদকরা তার মধ্যে ৩০ টা ভরাট করে আবাসন বানিয়ে ফেলেছে ৷” কামারহাটির প্রাক্তন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়ও খেলার মাঠ বাঁচাতে মদন মিত্রের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*