ফের অসুস্থ মদন, দিতে হচ্ছে অক্সিজেন; বাতিল কামারহাটির কর্মসূচি

Spread the love

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আবারও অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ তাঁর ফের শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে ৷ আপাতত নিজের কেন্দ্র কামারহাটিতে যাওয়া হচ্ছে না তাঁর ৷ ভবানীপুরের বাড়িতেই থাকবেন তিনি ৷

আজ এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে রঙিন মেজাজে দেখা যায় তাঁকে ৷ গাইলেন একের পর গান ৷ এরপর মাজারে চাদরও চড়ান তিনি ৷ এরপর গুরুদ্বারের সামনে তাঁকে মালা দিয়ে সংবর্ধনা জানান দলীয় সমর্থকরা ৷ কিন্তু তারপরই বাড়ির কাছাকাছি আসতেই তিনি ফের অসুস্থ বোধ করেন ৷ তাঁর শ্বাসকষ্ট শুরু হয় ৷ তাঁকে ইনহেইলার নিতে হয় ৷ দেওয়া হচ্ছে অক্সিজেন ৷ মাপা হয়েছে তাঁর অক্সিজেন স্যাচুরেশন ও শর্করার মাত্রা ৷

জানা গিয়েছে, হাসপাতাল থেকে হুডখোলা গাড়িতে চড়ে বেরিয়েছিলেন মদন মিত্র ৷ প্রবল রোদে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে অন্য গাড়িতে তোলা হয় ৷ নিতে হয় ইনহেইলার ৷ পরে তাঁকে অক্সিজেন দেওয়া হয় ৷ হাসপাতাল থেকে বেরিয়েই তিনি জানিয়েছিলেন, আজই তিনি কামারহাটি যাবেন ৷ কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ায় সেই কর্মসুচি বাতিল করেন কামারহাটির বিধায়ক ৷ আপাতত তিনি ভবানীপুরের বাড়িতেই বিশ্রাম করবেন বলে জানা গিয়েছে ৷

ডানলপে তাঁর জন্য প্রায় ১০ হাজার মানুষ অপেক্ষা করছেন বলে জানিয়েছেন মদন মিত্র ৷ কিন্তু অসুস্থতার কারণে তিনি সেখানে আজ যেতে না-পারায় দুঃখপ্রকাশ করেন বিধায়ক ৷ আপাতত একদিন তিনি আর কোথাও যাবেন না বলে জানান ৷ অক্সিজেন নিতে নিতেই তিনি জানালেন গানই তাঁর জীবন ৷ আবারও গানের সুরে বললেন, “আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কী !”

নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার আজই হাসপাতাল থেকে ছাড়া পান তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ লাল ধুতি-পঞ্জাবি পরে হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গানে-কথায় মাতিয়ে দেন সবাইকে ৷ জানান, এখন আগের থেকে ভালো আছেন ৷ হাসপাতালের চিকিত্সকদের ধন্যবাদ জানান তিনি ৷ বলেন, “আমি মরণাপন্ন হয়ে পড়েছিলাম ৷ ষাটের তলায় নেমে গিয়েছিল অক্সিজেন স্যাচুরেশন, নাকে লাম্প ছিল, ফুসফুসে প্যাচ রয়েছে ৷ মুখ থেকে রক্ত বেরোচ্ছিল ৷ কোভিড পরবর্তী প্যালপিটিশনে হার্ট স্ট্রোক হয়ে যায় ৷ আমাকে সুস্থ করে তোলার জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের কৃতজ্ঞতা জানাই ৷”

নানা বিষয়ে কথা বললেও আদালতের নির্দেশ মেনে তিনি নারদ মামলা সম্পর্কে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন তৃণমূল বিধায়ক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*