রাজ্যে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক কবে? ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হল। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু জুলাই মাসের শেষ সপ্তাহে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে নয়া নিয়মে।

মুখ্যমন্ত্রী এদিন জানান, ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে। স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। স্কুলের নম্বর দেওয়া হবে ঐচ্ছিক বিষয়ে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে।

এর আগে করোনার ধাক্কায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে পরীক্ষাসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। পরীক্ষা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলে জানিয়েছিলেন।

একনজরে দেখে নিন অতি মহামারির মধ্যে কীভাবে পরীক্ষা প্ল্যান করছে রাজ্য সরকার…

জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক

নিজের স্কুলে (হোম সেন্টার) দূরত্ববিধি মেনে পরীক্ষা

সিলেবাস কমিয়ে পরীক্ষা

৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায়

উদাহরণস্বরূপ: ৩ ঘণ্টায় ১০ টার বদলে দেড় ঘণ্টায় ৫ টা প্রশ্নের উত্তর লিখতে হবে

পড়ুয়াদের আগামীর কথা মাথায় রেখে আগে উচ্চ মাধ্যমিক

মাধ্যমিকে আবশ্যিক ৭ বিষয়ে পরীক্ষা

ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না (গুরুত্বপূর্ণ বাদে)

বাকি বিষয়ের মূল্যায়ন করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ

প্রশ্ন এবং উত্তরপত্র সংরক্ষিত থাকবে নিকটবর্তী থানা বা প্রশাসনিক ভবনে

পরীক্ষার বাকি প্রোটোকল এবং নির্ঘণ্ট জানাবে শিক্ষা সংসদ

প্রসঙ্গত, চলতি বছরে ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অধিকাংশ পরীক্ষা হয়ে যাওয়ার পর লকডাউন শুরু হয়েছিল। করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা গতবছর বাতিল করা হয়েছিল। ১ জুন থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১০ জুন ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হওয়ার কথা ছিল। করোনা ও ভোটের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরুর কথা গত বছরের ২৬ ডিসেম্বরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*