মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ

Spread the love

উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল ৷ ২০ জুলাই সকাল ৯টায় চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে ৷ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না ৷ সকাল ১০ টার পর থেকে পর্ষদের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে । ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলে ফলাফল দেখা যাবে ।

পাশাপাশি মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল । যে ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখা যাবে সেগুলি হল- www.wbbse.wb.gov.in, www.wbresults.nic.in, www.exametc.com ৷ ফলপ্রকাশের দিনই ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে ৷ একইসঙ্গে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ৷ জুলাই মাসেই যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হবে তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য, করোনার কারণে বাতিল হয়ে যায় এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ তাই নবম এবং দশম শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ ৷ এই মূল্যায়নে যদি কোনও ছাত্র-ছাত্রী অসন্তুষ্ট হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষা দিতে পারবে সে ৷ সেক্ষেত্রে তার সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে ৷ আগের ফলাফল তখন বাতিল করা হবে ৷ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল তৈরি করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*