রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট। মঙ্গলবার নির্ধারিত হবে প্রায় ১১ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য। সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এরপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, এবছর পরীক্ষা না হওয়ায় ইস্যু হয়নি কোনও অ্যাডমিট কার্ড। তাই রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফলাফল। যেসব ওয়েবসাইট থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট জানতে পারবেন সেগুলি হল-
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresult.com
এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ‘মাধ্যমিক রেজাল্ট ২০২১’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন ফলাফল। পাশাপাশি www.exametc.com -এ আগে থেকে মোবাইল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্টার করে রাখলে SMS-এর মাধ্যমে জানা যাবে ফলাফল।
করোনা সংক্রমণের ধাক্কায় এবছরের মতো বাতিল হয়ে যায় মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রী বছর যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর রেজাল্ট প্রকাশ করছে পর্ষদ। মঙ্গলবারই পর্ষদ ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে। পরে স্কুল থেকে রেজাল্ট পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। মার্কশিট সংগ্রহের জন্য অভিভাবকদের আনতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
Be the first to comment