চাকরি, স্কুটি আর মেট্রো সার্ভিস তিন প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রদেশে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

Spread the love
চাকরি, স্কুটি আর মেট্রো সার্ভিস। এই তিন প্রতিশ্রুতি দিয়ে শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ভোপালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই ইস্তেহার প্রকাশ করে বলেন, বিজেপির আমলে রাজ্যের বিকাশ অব্যাহত রয়েছে। আমরা ফের ক্ষমতায় এলে নানা কল্যাণমূলক কর্মসূচিতে আরও বেশি অর্থ বরাদ্দ করবে। তাতে গরিব মানুষ উপকৃত হবেন।
জেটলি বলেন, বিজেপি ক্ষমতায় এসে মধ্যপ্রদেশের রাজনীতির গতিপ্রকৃতি বদলে দিয়েছে। এখন রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের প্রধান কাজ ।
২০০৩ সাল থেকে রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি । ২০১৩ সালের ভোটে দল জিতেছিল বিপুল মার্জিনে । ২০০৩ অবধি রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। জেটলি বলেন, মধ্যপ্রদেশকে কংগ্রেস কী অবস্থায় ফেলে গিয়েছিল একবার মনে করুন। তখন শহরেও রাস্তাঘাট, জল ও বিদ্যুৎ সরবরাহের অবস্থা ছিল শোচনীয় ।
বিজেপির ইস্তাহারে পরিকাঠামো নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আমরা ক্ষমতায় এলে নর্মদা এক্সপ্রেসওয়ে এবং চম্বা এক্সপ্রেসওয়ে নির্মাণ করব । শিবরাজ সিং চৌহান বলেন, গোয়ালিয়র ও জব্বলপুরে মেট্রো তৈরি হবে। তাছাড়া রাজ্যে তৈরি হবে একটি স্মার্ট সিটি ।
স্কুলছাত্রীদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের স্কুলে নিয়ে যাওয়া ও স্কুল থেকে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করবে সরকার । যে মেয়েরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭৫ শতাংশ অথবা তার বেশি পাবে, তাদের দেওয়া হবে স্কুটি।
মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০ টি আসনে ভোট হবে আগামী ২৮ নভেম্বর । ফল প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ।
কংগ্রেসের ধারণা, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরে মানুষের সরকারবিরোধী মনোভাবে ভোটে ক্ষতি হবে বিজেপির । ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি যেভাবে প্রচার করেছিল, এবার সেই কৌশলে মধ্যপ্রদেশে প্রচার করছে কংগ্রেস। ভোট উপলক্ষে দল তৈরি করেছে একটি বিশেষ গান । তার কথাগুলি এইরকম, আ রহি হ্যায় কংগ্রেস, পরিবর্তন মাংগ রহে হ্যায় মধ্যপ্রদেশ । গানটি এফএম চ্যানেলগুলিতে বাজবে আগামী সপ্তাহ থেকে। কংগ্রেস নেতারা জানিয়েছেন, কর্মী ও সমর্থকদের মনে উৎসাহ দেওয়ার জন্যই ওই গান ।
তাঁরা অবশ্য স্বীকার করেছেন, প্রচারের দৌড়ে অনেক এগিয়ে আছে বিজেপি । এক কংগ্রেস নেতা বলেন, বিজেপি প্রচারে ৩০০ কোটি টাকা খরচ করছে। আমাদের বাজেট তার ১০ শতাংশ । স্বাভাবিকভাবেই বিজেপির প্রচার চোখে পড়ছে বেশি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*