মহারাষ্ট্রে বিদ্রোহী একনাথ শিন্ডে এবং এমবিএ জোটের মধ্যে স্নায়ুযুদ্ধ অব্যাহত। মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দলের সব বিধায়ক নিয়ে বৈঠকে বসছেন। তিনি জানান, বৈঠকে যাঁরা অনুপস্থিত থাকবেন, ধরে নেওয়া হবে, তাঁরা দলে নেই। দলের তরফে সুনীল প্রভুও এক চিঠিতে বিদ্রোহী বিধায়কদের বৈঠকে থাকার নির্দেশ দিয়েছেন। উপস্থিত না থাকলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
এদিকে একনাথ এক টুইটে লেখেন, শিবসেনার চিফ হুইপ করা হয়েছে ভরত গোগাবলেকে। কাজেই সুনীল প্রভু যে হুইপ দিয়েছেন, তার কোনও গুরুত্ব নেই। আবার শিবসেনার তরফে জানানো হয়েছে, উদ্ধব বা সুনীলের চিঠিই বৈধ। যতক্ষণ না স্পিকার কিংবা ডেপুটি স্পিকার বিধানসভার ভিতরে শিন্ডে গোষ্ঠীকে স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ শিন্ডের চিঠি বা টুইটের কোনও বৈধতা নেই। কারণ তাঁকেই তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে।
সূত্রের খবর, দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি সাম্প্রতিক পরিস্থিতির কথা সকলকে জানাবেন। রাজনৈতিক মহল বলছে, এখন পর্যন্ত শিন্ডের সঙ্গে ৩৩ জন শিবসেনা বিধায়ক রয়েছেন। আরও অন্তত তিন বিধায়কের সমর্থন প্রয়োজন তাঁর। মুম্বইয়ের অধিকাংশ শিবসেনা বিধায়ক উদ্ধবের সঙ্গেই থাকবেন। বিদ্রোহী বিধায়করা মূলত গ্রামীণ মহারাষ্ট্রের বাসিন্দা।
প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ বুধবার বিকেলে দীর্ঘ বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে। এরই মধ্যে বিজেপি নেতা কিরীট সোমাইয়া উদ্ধবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি ইডিকে দিয়ে তদন্তের দাবিতে মামলা করেছেন।
Be the first to comment