মহারাষ্ট্রের মহা-নাটকে আজ ‘পাওয়ার’ফুল বৈঠক!

Spread the love

বছরখানেক আগের উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের লড়াইয়ের স্মৃতি ফিরল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অন্দরে। এবার বিজেপি-শিবসেনা শিবিরে নাম লিখিয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। অন্যদিকে এখনও কতটা ক্ষমতা আছে শরদ পাওয়ারে হাতে সেটা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়।তাই এবার এনসিপির ক্ষমতা বুঝে নিতে দুই পাওয়ার শিবিরে বৈঠক। আজ, বুধবার একদিকে যেমন বৈঠক করতে চলেছেন শরদ পাওয়ার (Sarad Pawar), অন্যদিকে নিজের শিবিরের বিধায়কদের নিয়ে বৈঠকে অজিত পাওয়ার।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট ৫৩ জন বিধায়ক রয়েছে। ইতিমধ্যেই শরদ পাওয়ারের শিবিরের তরফে অজিত ছাড়া বাকি সকল সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে দল বিরোধী আইনে অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে। এখন নিজের বিধায়ক পথ বাঁচাতে অজিত পাওয়ারকে অন্তত ৩৬ জন বিধায়কের সম্মতি প্রমাণ করতে হবে। আজ শরদ পাওয়ারের শিবির দক্ষিণ মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে দুপুর ১টায় বৈঠক ডেকেছে। অন্যদিকে, অজিত পওয়ার তাঁর সমর্থনে থাকা বিধায়কদের নিয়ে বান্দ্রায় ১১টায় মুম্বই এডুকেশন ট্রাস্টে সকাল ১১টায় বৈঠকে বসবেন। এখন বৈঠকে উপস্থিত বিধায়কের সংখ্যায় প্রমাণ দেবে NCP এর ‘ পাওয়ার ‘ থাকছে কার হাতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*