ভিডিও সৌজন্যে- এআইটিসি অফিসিয়াল
জাতীয় নাগরিক পঞ্জি (NRC) প্রকাশের পর পরই নেত্রীর নির্দেশে অসমে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে রাজ্য সরকারি বাধা এড়াতে গিয়ে পুলিশি ধস্তাধস্তির মুখেও পড়তে হয়েছিল তাকে। সাংসদ জীবনের শুরুতেই সেই NRC-কেই হাতিয়ার করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার NRC ইস্যুতে কেন্দ্রীয় শাসকদলকে একহাত নিয়ে মহুয়া বলেন, মন্ত্রীরা যখন নিজেদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখাতে পারেন না, আপনারা সাধারণ মানুষকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে বলছেন। ৫০ বছর ধরে এ দেশে বসবাস করা নাগরিকদের প্রমাণ দেখাতে বাধ্য করা হচ্ছে। NRC-র নামে একটি নির্দিষ্ট শ্রেণির মানুষদের নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মহুয়া। এদিন উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করে তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করছে এই কাল্পনিক উগ্র জাতীয়তাবাদ। পাশাপাশি গণপিটুনি নিয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ। তাঁর ভাষণে উঠে আসে পেহলু খান হত্যা থেকে সম্প্রতি ঝাড়খণ্ডে গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা। তিনি বলেন, মণীষীদের অপমান নিত্য ঘটনায় পরিণত হয়েছে। গবেষণার জন্য অনুদান কমানো হচ্ছে।
মহুয়া আরও বলেন, আপনারা ভারতকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছেন। কখনও হিন্দি কবি রামধারী সিং দিনাকর আবার কখনও কবি রাহেত ফতে ইন্দোরিকে উদ্ধৃত করেন মহুয়া মৈত্র। ইন্দোরির বিখ্যাত লাইন উদ্ধৃত করে তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, ‘সাভি কা খুন হ্যায় সামিল ইহাঁ কি মিট্টি ম্যায়/ কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়।’
কী বললেন মহুয়া? শুনুন!
Be the first to comment