রোজদিন ডেক্স: শুক্রের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। ঝুপড়িতে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এত বেশি যে কাছাকাছি এগোতে পারছেন না দমকল কর্মীরা।
শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ। আচমকাই সায়েন্স সিটির কাছে তপসিয়ার বিএন রোডের কাছে একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। জানা যাচ্ছে, ঝুপড়িতে দাহ্য পদার্থ মজুত রয়েছে। বেশ কয়েকবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। তাই মুহূর্তেই আগুনের লেলিহান শিখা প্রায় গোটা বসতি গ্রাস করে। এরপর ২০-৩০ মিনিটের মধ্যে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “আগুন লেগেছে। দমকলকে আসতেও কিছুটা সময় দিতে হবে। সাধারণ মানুষের অভিযোগ শুনেছি। তা সত্যি কিনা, খতিয়ে দেখা হচ্ছে।” কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর, তা খতিয়ে দেখা হবে।
Be the first to comment