তিনি কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান, প্রশাসনিক দক্ষতা তাঁর আছে, মেদিনীপুরের তমলুকের মেয়ে মালা রায় বৈবাহিক সূত্রে দক্ষিণ কলকাতার বাসিন্দা। স্বামী নির্বেদ রায় তাত্ত্বিক মানুষ৷ মালা নির্বেদ দুজনেই তৃণমূল কংগ্রেসের সদস্য৷ প্রার্থী তালিকা ঘোষণার দিন অনেককে অবাক করে দিয়ে দক্ষিণ কলকাতা কেন্দ্রে মালা রায়ের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষিত, রুচিশীল মালা তৃণমূল সংসদীয় দলকে যে সমৃদ্ধ করতে পারবে এ বিশ্বাস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তাইতো দক্ষিণ কলকাতার মতো সিওর সিটে মালা রায়কে প্রার্থী করেছেন তিনি। পরিশ্রমী মালা শুধু যে ভোটারদের পরিষেবা দিতে সক্ষম হবেন তাই নয়, লোকসভার ফ্লোরে এলাকার দাবী দাওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হতে পারবেন এই বিশ্বাস এলাকার মানুষের। তাই মালার কর্মীসভায় নেতা কর্মীদের একটাই বক্তব্য, জয় নিশ্চিত শুধু ব্যবধান কতো হয় তা দেখার অপেক্ষা। শনিবার ৩০শে মার্চ দক্ষিণ কলকাতায় একটি কর্মীসভায় মালা রায়ের মুখোমুখি হলাম আমরা। উন্নয়নকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলকেই বেশিরভাগ মানুষ ভোট দেবেন জানালেন মালা।
রোজদিনের প্রতিনিধিকে কি বললেন মালা রায় কর্মী সভা থেকে, দেখুন …
Be the first to comment