ভেসে আসতে পারে মৃতদেহ, নবান্নের নির্দেশে মালদার গঙ্গায় নজরদারি শুরু পুলিশের

Spread the love

উত্তরপ্রদেশ ও বিহার থেকে গঙ্গায় ভেসে আসতে পারে মৃতদেহ ৷ কোনও দেহ যাতে ভেসে যেতে না পারে তার জন্য গতকাল নবান্নের তরফে মালদা জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ গঙ্গায় কোনও দেহ ভাসতে দেখে গেলে নদী থেকে দেহ তুলে জীবাণুমুক্ত করার পর সম্মানজনকভাবে মাটির পাঁচ ফুট নীচে সমাধিস্থ করারও নির্দেশ এসেছে ৷ রাজ্যের সেই নির্দেশ পাওয়ার পর তৎপরতা শুরু হয় জেলা প্রশাসন ও পুলিশে ৷ সিদ্ধান্ত হয়, মূলত মানিকচক ব্লকের গদাইচর এলাকাতেই গঙ্গায় তীক্ষ্ণ নজরদারি চালানো হবে ৷ সেই মতো আজ সকাল থেকেই মানিকচক ও ভূতনি এলাকায় গঙ্গায় নজরদারি শুরু করেছেন পুলিশ কর্মীরা ৷

এখনও গঙ্গার জলস্তর তেমন বাড়েনি ৷ তবু মানিকচক ঘাট এলাকায় গঙ্গা প্রায় এক কিলোমিটার চওড়া ৷ তুলনামূলকভাবে গদাইচর এলাকায় গঙ্গা খানিকটা অপ্রশস্ত ৷ আজ সকাল থেকে সেখানে নদীতে তীক্ষ্ণ নজরদারি শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষে স্পিডবোট নদীতে নামানো না হলেও নৌকায় চলছে নজরদারি ৷ সতর্ক করা হয়েছে গঙ্গা পারাপার করা মাঝিদের৷ তৈরি রাখা হয়েছে প্রশিক্ষিত ডুবুরিও ৷ তবে এখনও পর্যন্ত কোনও দেহ নদীতে ভাসতে দেখা যায়নি ৷

জেলার ডেপুটি পুলিশ সুপার (সদর) প্রশান্ত দেবনাথ বলেন, “জেলা প্রশাসনের কাছে গতকাল খবর আসে, গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে ৷ সরকারি নির্দেশ পেয়ে আমরা এব্যাপারে তৎপর রয়েছি ৷ গঙ্গায় ইতিমধ্যে আমরা নজরদারি শুরু করেছি ৷ কোনও মৃতদেহ দেখা গেলে সরকারি নির্দেশ অনুযায়ীই আমরা ব্যবস্থা নেব ৷ তবে এখনও কোনও মৃতদেহ আমরা গঙ্গায় দেখতে পাইনি ৷ মূলত মানিকচক ও ভূতনিতেই গঙ্গায় বেশি নজরদারি চালানো হচ্ছে ৷ পাশাপাশি রাজ্য ও জেলাগুলিও এনিয়ে সতর্ক রয়েছে ৷ গঙ্গায় মৃতদেহ দেখা গেলে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ৷ আমরা ইতিমধ্যে স্পিডবোট তৈরি রেখেছি ৷ মাঝিদের সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় আমরা পুরোপুরি তৈরি ৷”

দু’দিন আগে উত্তরপ্রদেশের হামিরপুর ও বিহারের বক্সারে গঙ্গায় প্রচুর মৃতদেহ ভাসতে দেখা যায় ৷ অনুমান করা হয়, করোনায় মৃতদের দেহ সৎকারের অভাবে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে ৷ মালদা থেকে ওই দুই জায়গার দূরত্ব অনেক হলেও সেই দেহ এই জেলাতেও ভেসে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে ৷ তাই গতকালই নবান্নের তরফে এনিয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*