রোজদিন ডেস্ক:-
মালদহের মানিকচকের ধরমপুর বাজারে সাতসকালে দুষ্কৃতীদের বোমাবাজীর ফলে মৃত্যু হয় এক কংগ্রেস নেতার।
নিহত কংগ্রেস নেতার নাম সইফুদ্দিন। কারা খুন করল, খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজারের মধ্যে। আতঙ্কে বাজারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
মৃতের পরিবারের বক্তব্য, শাসকদলের দুষ্কৃতীরাই এই খুন করেছে। আগেও পরিবারের একজনকে ওরা খুন করেছিল।পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের।মৃত কংগ্রেস নেতার পরিবারের অভিযোগকে সমর্থন জানিয়েছে সিপিএমের স্থানীয় নেতারা। তৃণমূল নেতৃবৃন্দ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, বাজার করছিলেন সইফুদ্দিন। তখনই এক দুষ্কৃতী, তাঁকে লক্ষ্য করে পিছন থেকে পিঠে বোমা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সইফুদ্দিন। যাওয়ার আগে আরো কয়েকটি বোমা ছোঁড়ে বলে জানা যায়, তৎক্ষণাৎ বাজার এলাকা জনশূন্য হয়ে পরে। মানিকচক থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
Be the first to comment