‘লোক বাড়ছে, পরিকাঠামোও বাড়াতে হবে’- মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
লোক বাড়ছে পরিকাঠামোও বাড়াতে হবে। নিউটাউনে হাইকোর্টের নতুন ভবনের শিলান্যাস উপলক্ষে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আমি দেখেছি, অনেক উকিল গাছতলায় বসতে বাধ্য হন। এ ঘর থেকে ও ঘরে দৌড়তে বাধ্য হন। চিৎকার করে কথা বলতে বাধ্য হন। এই পরিস্থিতি যাতে না থাকে সেজন্য নতুন ভবন প্রয়োজন ছিল।
হাইকোর্টের নতুন ভবনের জন্য জায়গা দিতে সরকার কীভাবে সহযোগিতা করেছে তা উল্লেখ করে মমতা বলেন, আমাদের কাছে প্রস্তাব পেশ করার ২৪ ঘন্টার মধ্যেই নতুন জমির ব্যবস্থা করা হয়েছে। হিডকো মাত্র এক টাকায় দিয়েছে এই জমি। আমরা অনেক ভেবে হাইকোর্টকে এখানে জায়গা দিয়েছি। এখানে আইটি ভ্যালি হবে। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়েছে। সব ইউনিভার্সিটি এখানে আসবে। আগামী দিনে বাংলার গেটওয়ে হবে এই অঞ্চল। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে মা ফ্লাইওভারের মাধ্যমে সহজে পৌঁছে যাওয়া যায় রাজারহাটে। মেট্রো তৈরি হলে আরও সুবিধা হবে।
সিদ্ধার্থশঙ্কর রায়, সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো যে আইনজীবীরা অতীতে হাইকোর্টে প্র্যাকটিস করেছেন, তাঁদের কথাও উল্লেখ করেন মমতা। মুখ্যমন্ত্রী আরও বলেন নতুন উকিলরা সিনিয়রদের সম্মান করেন। এটা তাঁদের একটা ভালো গুণ। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলার আইনজীবীরা একদিন আন্তর্জাতিক ক্ষেত্রেও কৃতিত্ব দেখাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*