রিপোর্টার- মাসানুর রহমান
বৃহস্পতিবার একশ বছরে পা দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবী। সেই উপলক্ষ্যে এ দিন বীণাপাণি দেবীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানো ছাড়াও এ দিন ঠাকুরনগরে একটি সভাও করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত হেলিকপ্টারে করে গাইঘাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে জড়ো হয়েছিলেন এলাকার অসংখ্য মানুষ। এরপর সেখান থেকে মতুয়া সপ্রদায়ের বড়মা বীণাপাণি দেবীর বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বীণাপাণি দেবীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে এ বছর বীণাপাণি দেবীকে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন মমতা।
এ দিন ঠাকুরনগরে একটি সভাও করেন মুখ্যমন্ত্রী ৷ সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, গাইঘাটার চাঁদপাড়ায় হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় গড়বে রাজ্য সরকার৷ ঢেলে সাজানো হবে ঠাকুরনগর এলাকাকে৷ এই অঞ্চলকে এক ঐতিহাসিক স্থান হিসেবে গড়ছে রাজ্য৷ ৮.৮ একর জমির উপর এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মতুয়া উন্নয়নে মতুয়া সংঘ বিকাশ পর্ষদ গঠন করার ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই অসমে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, রাজ্যে ২০১১ সালের পর থেকে প্রায় দশ লক্ষের বেশী মানুষকে তপশীল জাতি ও উপজাতির সংশাপত্র দেওয়া হয়েছে। এ দিন এনআরসি নিয়ে মতুয়াদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, ‘এনআরসি-র নামে অসমে বাঙালি খেদাও চলছে৷ মমতাবালা ঠাকুররা ওখানে গিয়েছিলেন৷ ওঁদের ঢুকতে বাধা দেওয়া হয়৷’
এনআরসি নিয়ে বিজেপি সরকার নোংরা রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মমতা। অসমে বাঙালিদের মধ্যে ভেদাভেদ সৃষ্টিই যে বিজেপি’র উদ্দেশ্য তা নিজের বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের বরাবরই লক্ষ্য ঐক্য৷ বিভেদ নয়৷ বহু বাঙালির নাম এনআরসি থেকে বাদ পড়েছে৷ বাংলা ভাষায় কথা বলা অপরাধ নয়৷ এনআরসি-র নামে যে ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে, এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই৷’
বাংলায় এই ধরণের কোনও নোংরামি যে তিনি বরদাস্ত করবেন না, সে ব্যাপারে হুঁশিয়ারিও দিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে মতুয়াদের ভয় পাওয়ার কোনও দরকার নেই। মতুয়াদের আন্দোলনকে সমর্থন করি৷ মতুয়া সংঘ বরাবর উদ্বাস্তুদের পক্ষে৷ আমিও মতুয়া সংঘের সদস্য৷’
এর আগে একাধিকবার বিভিন্ন মঞ্চ থেকে অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ নিয়ে বারবার কেন্দ্রের ও বিজেপি’র বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। এ রাজ্যে যে এই ধরণের কিছু তিনি বরদাস্ত করবেন না সে ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন। এ দিনও ঠাকুরনগরের মঞ্চ থেকে এনআরসি ইস্যুতে একই রকম মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে।
দেখুন ছবি-
Be the first to comment