শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। সেই মিছিলের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা পৌঁছে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলারা আমাদের গর্ব, ওরা আমাদের সম্পদ। ওরাই আমাদের সমাজের সম্পদ। নির্বাচনের আগে অনেকে মহিলাদের সংরক্ষণ নিয়ে অনেক কথা বলেন। তৃণমূল একমাত্র রাজনৈতিক দল যাদের লোকসভায় ৩৫% নির্বাচিত মহিলা সদস্যা আছেন।
পাশাপাশি এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বাংলায় সব রাজ্যের লোকেরা সবাই একসাথে থাকি, সব ধর্মের উৎসব একসাথে পালন করি। আমরা একে অপরকে ঘৃণা করি না। দেশটাকে শেষ করা হচ্ছে, ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, ভূগোল বদলে দিওয়া হচ্ছে। রাফালের নথি চুরি হয়ে যাচ্ছে এটা লজ্জা ছাড়া আর কি? সিবিআইয়ের চেয়ারম্যানকে সরে যেতে হয়। কাজ নেই কর্ম নেই শুধু মোদীভাই মোদীভাই। এই সরকারের এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। আগামীদিনে জনগনের সরকার চাই, যারা জনগনের জন্য ভাববে।
এদিন কী বললেন মুখ্যমন্ত্রী? শুনুন!
Be the first to comment