আজ তিন নির্বাচনী সভা মমতার

Spread the love

মাসানুর রহমান,

লোকসভা নির্বাচনের পারদ ক্রমশ উর্ধ্বমুখী৷ আজ এ রাজ্যের তিন জায়গায় নির্বাচনী সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ১;৩০টায় প্রথম সভা বালুরঘাটে, ২:৩০ টায় দ্বিতীয় সভা করবেন গঙ্গারামপুরে, দুপুর ৩:৩০শে শেষ সভা করবেন বহরমপুরে। ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। এর আগে প্রতিটি জেলার নির্বাচনী জনসভায় কোথাও কেন্দ্রের বিজেপি সরকার, কোথাও কংগ্রেস, সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

গতকাল মালদার জেলায় তিনটি নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। তৃণমূল কংগ্রেসই ভারত সরকার গঠন করবে, সব রাজনৈতিক দলকে এক করবে, ইউনাইটেড ইন্ডিয়া গঠন করবে। বিজেপি আক্রমণ করে তিনি বলেন, এনআরসি করে সব লোককে তাড়িয়ে দেবে। অসমে ৪০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, এর মধ্যে ২২ লক্ষ হিন্দু বাঙালি, বাকিরা মুসলিম, বিহারী সহ পাহাড়ের কিছু মানুষও রয়েছে। একজন বুড়ো খোকা যখন দেশ আর মানুষ ভাঙে, তখন তাকে জবাব দিতে হয় গণতন্ত্রের মাধ্যমে; ভোটের মাধ্যমে।

আজ এই তিন জনসভা থেকে কি বলবেন মমতা সেটাই দেখার বিষয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*