করোনার প্রকোপে টানা দ্বিতীয় বছর ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে ২১ জুলাইয়ের শহিদ দিবস। তবে ভার্চুয়াল এই সভার দিকে সবার নজর। আজ একুশের মঞ্চকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মানুষের কাছে কী বার্তা দেন সেদিকে এখন নজর সকলের। এর আগে শহিদদের স্মরণ করে অমানবিক অত্যাচারের প্রতিবাদ করার ডাক দিলেন মমতা-অভিষেক।
এদিন একট টুইট করে মমতা লেখেন, ‘১৯৯৩ সালে প্রাণ হারানো ১৩ জন নিরীহ মানুষকে আন্তরিক শ্রদ্ধা জানাই। তাঁদের আজ দুপুর ২টোয় ভার্চুয়াল সভায় শ্রদ্ধা জানাব। সব ভাই-বোনেদের অনুরোধ, শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য আজ দুপুর ২টোয় ভার্চুয়াল সভায় যোগ দিন। অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব আমরা।’
এদিকে টুইট করে ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই যন্ত্রণার স্মৃতি আজও আমাদের মনে আছে। তৎকালীন সরকার ১৩ জন নিরীহ মানুষের উপর যেভাবে নির্মম অত্যাচার চালায়, তা আমরা কখনও ভুলতে পারব না। অন্যায়ের বিরুদ্ধে যাঁরা সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন, যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। জয় হিন্দ। জয় বাংলা।’
উল্লেখ্য, এই ভার্চুয়াল সভার মাধ্যমে এবার তৃণমূল জাতীয় স্তরে মোদী বিরোধিতায় নামতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের। এর আগে নির্বাচনের প্রচারে তৃণমূল সুপ্রিমো বারবার বলেছেন আগামী দিনে দেশ বাঁচানোর ক্ষেত্রে তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই মাঝে এই বছর বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারপরে দেশজুড়ে মোদী বিরোধী অন্যতম মুখ হয়ে দাঁড়িয়েছেন মমতা।
Be the first to comment