ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি প্রথমে পৌঁছলেন হিঙ্গলগঞ্জে। সেখানে প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ বৈঠক করেন তিনি। গোটা এলাকার বিস্তারিত ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা পরিদর্শন করে দেখেছিল গোটা এলাকা, বাড়িঘর, ইটভাটা সমস্টাই জলমগ্ন। বন্যা বিধ্বস্ত এলাকা সরেজমিনে দেখেছি। পথশ্রী প্রকল্পে রাস্তা সারাই করা হবে। ত্রাণ নিয়ে খতিয়ান দেবেন আধিকারিকরা।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ত্রান নিয়ে কোনওরকম বঞ্চনা বরদাস্ত করা হবে না। ইয়াসে বাংলার ক্ষয়ক্ষতির জন্য রাজ্যস্তরে এক হাজার কোটি টাকার ঘোষণা করা হয়েছে।
এদিকে, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে সংশয় দেখা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে শুভেন্দু অধিকারী ও দেবশ্রী চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে কোনও পরিবর্তন হয়নি বলেই খবর নবান্ন সূত্রে।
শুক্রবার বাংলা ও ওডিশায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী। ওডিশার ভদ্রক ও বালেশ্বরের পাশাপাশি তিনি আকাশপথে পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখবেন। ফিরে এসে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার মমতা নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন। ইয়াসের ক্ষয়ক্ষতির হিসেব করার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে দুই নেতা-নেত্রীর মধ্যে আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও।
Be the first to comment