সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করলো কেন্দ্রীয় সরকার। আজই কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি দিল্লি যাননি বরং মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন।
সূত্রের খবর, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার জন্য আলাপনকে শোকজ করল কেন্দ্রীয় সরকার। তাঁকে না যাওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। শো-কজের উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।
এদিকে কেন্দ্রের এই চিঠির পরই ফের একবার সাংবাদিক বৈঠকে বসে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “গত ৭৪ বছরে ভারতে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।” এই চিঠি বাংলা কোভিড এবং ঘূর্ণিঝড় ক্ষতে নুন ছেটানোর মতো বলেও উল্লেখ করেন মমতা। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে এবং বাংলায় হারের প্রতিশোধ মেটাতেই কি কেন্দ্র এই ধরনের পদক্ষেপ করছে, প্রশ্ন তুলে দেন রাগে ফেটে পড়েন তিনি। মমতার কথায়, “এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কী কারণে মুখ্যসচিবকে কেন্দ্রে যোগ দিতে বলা হচ্ছ , চিঠিতে সেই কথাও উল্লেখ করা হয়নি। প্রতিশোধমূলক আচরণ। এত নির্দয়, এত নির্মম প্রধানমন্ত্রী আমি আগে কখনও দেখিনি।”
(বিস্তারিত আসছে)
Be the first to comment