নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

Spread the love

শহিদ দিবসের মঞ্চ থেকে দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজেদের স্বার্থ ভুলে এখন একজোট হতে হবে বলে বার্তা দিলেন তিনি ৷ তিনি যখন দিল্লিতে থাকবেন, তখন বিরোধীদের বৈঠক ডাকারও প্রস্তাব দিয়েছেন ৷

করোনা পরিস্থিতিতে এবার ২১ জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে ৷ দেশের রাজধানী-সহ দেশের বিভিন্ন অংশে সরাসরি সম্প্রচার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে ৷ তাই এদিন সারা দেশকে কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল সকলের ৷ প্রত্যাশামতোই এদিন ভাষণের বেশির ভাগটাই বিজেপি বিরোধিতায় ভরা ছিল ৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য এখন থেকেই জোটবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি ৷ মমতার কথায়, নির্বাচনের আগে জোট করলে কিছু হবে না ৷ এখনই জোট করে এগিয়ে যেতে হবে ৷ এখনও তিনবছর সময় আছে ৷

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একজোট করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তা সফল হয়নি বরং গোটা দেশে বিজেপি আরও বেশি আসনে জয় পেয়ে ক্ষমতায় ফেরে ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী ৷ এমনকী বাংলাতেও সাংসদ সংখ্যা একলাফে ১৮ হয়ে যায় ৷ রাজনৈতিক মহলের মত, সেই অভিজ্ঞতা থেকেই মমতা এখনই বিরোধীদের জোট তৈরি করার পক্ষে ৷

তাই এখনই বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেস নেতা চিদম্বরমদের মমতার প্রস্তাব, বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকা হোক ৷ চলতি মাসের ২৬ বা ২৭ তারিখ এই বৈঠক হতে পারে বলে তিনি জানিয়েছেন ৷ কারণ, তিনি আগামী সপ্তাহে দিল্লি যাবেন ৷ বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করবেন ৷ সেই সময় বৈঠক ডাকলেও তিনি থাকতে পারবেন বলে মমতা জানিয়েছেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে বিজেপি বিরোধিতায় সবচেয়ে বড় সমস্যা হল অন্য দলগুলির নিজস্ব স্বার্থ ৷ আর সেই কারণে বিরোধীরা কখনও এক হতে পারে না ৷ সেটা বিলক্ষণ জানেন মমতাও ৷ তাই তিনি বার্তা দিয়েছেন, সেই জোট গড়ার লক্ষ্যে প্রতিটি দলকে যে নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে ৷ তিনি জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে ৷ নিজেদের স্বার্থ ভুলেই একজোট হতে হবে ৷ কারণ, দেশের মানুষ, দেশের মানুষের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*