অমিতাভ-উদ্ধবকে রাখি পরালেন মমতা, মাহেন্দ্রক্ষণের সাক্ষী বানিজ্যনগরী

Spread the love

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার, বিগ বি-কে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধলেন তৃণমূল সুপ্রিমো। INDIA জোটের তৃতীয় বৈঠকে যোগ দিতে বুধবার, রাখি পূর্ণিমার সন্ধেয় মুম্বই পৌঁছন মমতা। তবে এদিন অমিতাভের বাড়ি থেকে বেরিয়েই উদ্ধব ঠাকরের বাসভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে রাখি উৎসব পালন করে বাংলার মুখ্যমন্ত্রী যান ‘মাতশ্রী’তে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে।

সেখানে গিয়ে উদ্ধবকে রাখি পরিয়ে দেন মমতা। উপস্থিত ছিলেন উদ্ধবের স্ত্রীও। তাঁর হাতেও রাখি বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো। বাল ঠাকরের ছবিতে প্রণাম করেন মমতা। বেশ কিছুক্ষণ সেখানে থেকে বেরিয়ে যান তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্যে আপ্লুত ঠাকরে দম্পতি।

বৃহস্পতিবারই ইন্ডিয়া জোটের বৈঠক সেই জোটের শরিক রয়েছে শিব সেনা এবং সমাজবাদী পার্টি বৈঠকের আগের সন্ধে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকুর সঙ্গে তৃণমূল সভানেত্রীর আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিমানবন্দর থেকেই সোজা যান জলসায়। বিকেল ৫টা ২মিনিট নাগাদ রাখি হাতে জলসায় ঢোকেন মমতা। সূত্রের খবর, তাঁকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান স্বয়ং অভিতাভ বচ্চন। বিগ বি-কে রাখি পরিয়ে তাঁর হাতে মিষ্টি ও উপহার তুলে দেন তৃণমূল সভানেত্রী। উপস্থিত ছিলেন অমিতাভ, জয়া বচ্চন-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মুম্বইয়ে INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে। একই সঙ্গে এই বৈঠকেই জোটের লোগো প্রকাশ হওয়ার কথা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*