মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেপ্তার তিন জমি কারবারী। আগে গ্রেপ্তার হয়েছিল দুই জমি মাফিয়া। মাটিগাড়া থানার দুটি পুরোনো মামলায় আজ ধৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ ও ২০১৭ সালে দুটো মামলা দায়ের হয়েছিল মাটিগাড়া থানায়। একটি মামলায় কাওয়াখালিতে জমি বিক্রির উদ্দেশে এক ব্যক্তির থেকে ১৫ লাখ টাকা নেওয়া হলেও ক্রেতাকে জমি হস্তান্তর করা হয়নি। ফেরত দেওয়া হয়নি টাকাও। ঘটনায় উপেন সিংহকে আজ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, পৃথক একটি মামলায় ২০১৬ সালে কলকাতার বাসিন্দা সলিল রায় নামে এক ব্যক্তি অভিযোগ জানান, তাঁর অনুপস্থিতিতে নকল মালিক সেজে জমি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে আজ পুলিশ মহম্মদ সামশের ও মহম্মদ শিল্টু নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।
সম্প্রতি শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির অবৈধ কারবার নিয়ে সরব হন। পুলিশকে নির্দেশ দেন, জমি নিয়ে কাউকে রেয়াত করা যাবে না। এরপরেই পুরোনো মামলা নিয়ে সক্রিয় হয় পুলিশ। পুলিশ কমিশনার ভরতলাল মীনা জানান, জমির প্রতিটি অভিযোগ খুঁটিয়ে দেখছি আমরা। কাউকে রেয়াত করার প্রশ্নই নেই। অভিযুক্তদের সকলকেই গ্রেপ্তার করা হবে। মাথারাও ছাড় পাবেন না।
Be the first to comment