কোটি কোটি টাকা দিয়ে মহারাষ্ট্রের সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মহারাষ্ট্রে সরকার ভাঙার জন্য কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। এর আগেও এই একই ছবি দেখা গিয়েছে অন্য রাজ্যের ক্ষেত্রেও। মহারাষ্ট্রে চলতে থাকা রাজনৈতিক জটিলতা নিয়ে ফের মুখ খুললেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, টাকা দিয়ে বিজেপি অন্য দলের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করছেন। এটা গনতন্ত্রের পক্ষে অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক ঘটনা। আগামিদিনে এর বিরুদ্ধে আরও বড় আন্দোলনের প্রয়োজন আছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগেই বিজেপিকে নিশানা করেছেন মমতা। তার নেতৃত্বেই বিরোধীরা এক জোট  হয়ে  যশবন্ত সিনহাকে প্রার্থী করেছেন। ২০২৪ এর লোকসভা ভোটের আগে  সেমিফাইনাল হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনকে পাখির চোখ করেছেন তৃণমূল নেত্রী। সেই বিরোধী জোটের অন্যতম সদস্য শিবসেনা। এক সময়ের এনডিএ গোষ্ঠীভুক্ত শিবসেনা আজ  বিজেপি বিরোধী।

মহারাষ্ট্রের উদ্ধব  ঠাকরের সরকারকে ফেলার জন্য দেবেন্দ্র ফড়নবীসরা কোমর বেধেছেন তা নিঃসন্দেহে তা রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। এই প্রসঙ্গ তুলেই এদিন মমতা বলেন, গোটা দেশে নিজেদের  পতাকা পুঁততে ব্যস্ত বিজেপি। যেন তেন ভাবে এই কাজ করে চলেছে তারা। এর পরেই মমতার হুশিয়ারি ২০২৪ -এ ছবি হয়ে যাবে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*