২০২৪-এ বিজেপি আসছে না! মোদি সরকারের বিদায়ঘণ্টা বাজালেন মমতা

Spread the love

২০২৪-এ বিজেপি আসছে না। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ৩৫টি আসন পাবে- অমিত শাহর এই দাবি করার দুদিন পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ”চব্বিশের ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিন্ত থাকুন। সব বিরোধীরা একজোট হোন। আমরা সবাই যদি মিলিত হ‌ই তাহলে আমি নিশ্চিত, ২০২৪-এ বিজেপি আসবে না।” চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ”বিজেপি আমাদের যেন দুর্বল না ভাবে। ৩৫টা পাবে বাংলায়? আগে ৫টা পেয়ে দেখাও!”

মমতা অভিযোগ করেন, বিরোধীরা জোটবদ্ধ। তাই ভয় দেখাচ্ছে বিজেপি। তাঁর কথায়, ”কেজরিওয়ালকে ডেকে দেখাতে চাইছে, দেখ মুখ্যমন্ত্রীকেও ছাড়ছি না। তোমরা সাবধান। ভয় দেখাচ্ছ? গুণ্ডাগিরির জবাব দেবেন মানুষ। ওদের রাজ্যগুলোতে আইন-শৃঙখলা নেই। বিরোধীদের শায়েস্তা করার ফন্দি। সব জবাব হবে ২০২৪-এ”

শুক্রবার সিউড়ির জনসভা থেকে অমিত শাহ হুমকি দিয়ে বলেন, বাংলা থেকে ৩৫ টি আসনে জিতলে সময়ের আগেই বাংলায় তৃণমূল সরকারের পতন ঘটবে। এর জবাব দিতেই এদিন সাংবাদিক বৈঠক করেন মমতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যকে ‘চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বিরোধীরা একজোট হলে ২০২৪এ বিজেপি পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*