ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহের জের। এ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, কেন্দ্র সরকারের প্রতিহিংসা পরায়ণ মনোভাব। PMO থেকে আমাকে অপমান করা হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক টুইট করা হয়। আমার ও মুখ্যসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই টুইট করা হয়।
অন্যদিকে, মুখ্যসচিবকে বদলির নির্দেশ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে এদিন সোচ্চার হন মমতা। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তলব প্রসঙ্গে মমতা বলেন, প্রধানমন্ত্রী আমার প্রতি আপনার যদি রাগ থাকে, যদি আপনার পা ধরতে হয়, তাহলে বাংলার মানুষের জন্য তাই করতে রাজি। এই নোংরা খেলা বন্ধ করুন। রাজ্যের সঙ্গে বিনা আলোচনায় কীভাবে বদলি? আলাপনের দোষটা কোথায়? দয়া করে মুখ্যসচিবের চিঠি প্রত্যাহার করুন। মুখ্যসচিবকে দিল্লি তলবের নির্দেশ প্রত্যাহার করুন। মুখ্যসচিবকে কাজ করতে দিন। আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে এত রাগ কেন? বাংলার উপর এত রাগ কেন?
মমতা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী অন্য রাজ্যে যাবেন বলে এ রাজ্যে আসেন। আমরা তাঁর সঙ্গে গিয়ে দেখা করি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আমার সফর ঘোষণার পর জানতে পারি উনি আসছেন। দুর্গত এলাকায় যাওয়ার কর্মসূচি আমি আগে ঘোষণা করেছিলাম। সংবাদমাধ্যমে অসত্য খবর দেয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর। দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আমাদের কপ্টার আকাশে প্রায় ২০ মিনিট চক্কর কাটে। আগে বলা হয়েছিল শুধু প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হবে। বৈঠক নিয়ে ঠিকমতো বার্তা দেওয়া হয়নি। পরে দেখলাম বিরোধী দলনেতারা পৌঁছে গিয়েছেন বৈঠকে।
পাশাপাশি এদিন মোদী সরকারের উদ্দেশে মমতা বলেন, আমরা ভোটে জিতেছি, তাই কি আমাদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে? হার হজম করতে পারছে না, তাই এমন আচরণ করা হচ্ছে। এভাবে আমাদের অপমান করবেন না। জনতার রায় মেনে নিন। আপনি শুধু আমাকে নয়, আমার সচিবদেরও হয়রান করছেন। আইএএস আধিকারিকরা মর্মাহত। অত্যন্ত দু:খ লেগেছে।
Be the first to comment