“মরেই যেতাম…”! কীভাবে লাগল আঘাত? জানালেন মমতা

Spread the love

ভয়াবহ অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানে সভা সেরে ফেরার পথে মাথায় আঘাত পান মমতা। আঘাত নিয়েই বিকেলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে মমতা জানান, দুর্ঘটনার ভয়াবহতা ঠিক কেমন ছিল। কতটা আঘাত লাগতে পারত, সে কথাই জানিয়েছেন তিনি।

উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরনোর পর মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কীভাবে আঘাত পেলেন তিনি? কীভাবে ঘটল দুর্ঘটনা?

উত্তরে মমতা বলেন, “জানি না ঠিক কী হল। আমরা একটা গলি দিয়ে বেরচ্ছি। সামনে একটা গাড়ি প্রায় ২০০ স্পিডে যাচ্ছে। পুরো মরেই যেতাম। যে ড্রাইভার ছিল, ও সঙ্গে সঙ্গে ব্রেক কষে। তখন ড্যাশবোর্ডটা আমার মাথায় এসে লাগে। রক্তও বেরিয়েছিল। তাই নিয়ে কাজ করে গেলাম।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, গাড়ির কাচটা খোলা ছিল তাঁর। জনসংযোগের জন্যই কাচ খোলা রেখেছিলেন তিনি। মমতা বলেন, “যদি কাচটা বন্ধ থাকত তাহলে কাচ-ড্যাশবোর্ড সব শুদ্ধ আমার সারা শরীরের ওপর পড়ত। মানুষের আশীর্বাদে বেঁচেছি।” শরীর যে খুব একটা ভাল নেই সে কথাও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “আমার মাথা টনটন করছে। গা বমি বমি করছে। তাই বাড়ি চলে যাচ্ছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*