সংগঠনে রদবদল, শুভেন্দু পেলেন বাড়তি দায়িত্ব

Spread the love

ছবি- (এএনআই)

পিয়ালি আচার্য

সাংগঠনিক স্তরে বেশকিছু পরিবর্তন করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রাম জেলা সভাপতি হলেন বীরবাহা সোরেন।

দক্ষিন দিনাজপুর জেলার সভাপতি অর্পিতা ঘোষ।

উত্তর দিনাজপুরে কানাইয়ালাল আগরওয়াল।

বিষ্ণুপুরের সভাপতি শ্যামল সাঁতরা।

হুগলীর রত্না দে নাগ।

বাঁকুড়ার শুভাশিস বটব্যাল।

রানাঘাটের শঙ্কর সিং।

কৃষ্ণনগরের মহুয়া মৈত্র।

মালদহের মৌসম নূর।

মুর্শিদাবাদের আবু তাহের।

জলপাইগুড়ির সভাপতি হলেন বিজয় চন্দ্র বর্মণ।

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দায়িত্বে অমর সিং রাই।

এছাড়া জঙ্গলমহল, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের দায়িত্ব দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। এছাড়া সরকারী কর্মচারী সংগঠনের দায়িত্বও সামলাবেন শুভেন্দু। মেদিনীপুর পূর্ব দেখবেন সুব্রত বক্সী। উত্তরবঙ্গ দেখবেন অরূপ বিশ্বাস। পাশাপাশি এনবিএসটিসির দায়িত্ব দেওয়া হল অপূর্ব বিশ্বাসকে। হাওড়া, হুগলী ও বর্ধমান জেলার দায়িত্বে থাকবেন ফিরহাদ হাকিম। অন্যদিকে এইচআরবিসির চেয়ারম্যান হলেন দীনেশ ত্রিবেদী। ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা আগের মতোই থাকলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদার এবং চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া সুব্রত মুখোপাধ্যায় যেমন মন্ত্রী ছিলেন তেমনই থাকছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*