মঙ্গলবার মন্ত্রীসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কোনও মুখকে মন্ত্রীসভায় না নিয়ে এলেও শুভেন্দু অধিকারীর দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পরিবহন দপ্তর এর পাশাপাশি সেচ ও জল সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে। সুব্রত মুখার্জি পেলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর। এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বের পাশাপাশি বন মন্ত্রকের দায়িত্ব পেলেন ব্রাত্য বসু। এই দফতরের প্রতিমন্ত্রী করা হলো সুজিত বসু কে। সুজিত বসুর হাতে দমকল দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব যেমন ছিল তেমনই থাকছে।
সৌমেন মহাপাত্র পেলেন পাবলিক হেলথ ইঞ্জিনারিং বা জনস্বাস্থ্য কারিগরি দফতর। পাশাপাশি শুভেন্দু অধিকারীর হাতে থাকা পরিবেশ দপ্তর দেওয়া হলো সৌমেন মহাপাত্রকে। রাজিব ব্যানার্জির হাতে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ছিল তার সাথে যুক্ত হল আদিবাসী উন্নয়ন দফতর। অন্যদিকে মলয় ঘটকের হাত থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতর সরিয়ে নেওয়া হলো। রইলো শুধু শ্রম ও আইন দফতর।
মঙ্গলবার সন্ধেবেলা নবান্ন থেকে বেরনোর সময় মন্ত্রীসভার রদবদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, সুব্রতদা বাঁকুড়ায় ভোটে লড়েছিলেন। তাই তাঁকে পশ্চিমাঞ্চল দেওয়া হয়েছে।
Be the first to comment