পৌরসভার কাজে অসন্তোষ, প্রশাসকদের কড়া বার্তা মমতার

Spread the love

পাখির চোখ আসন্ন পৌরসভা নির্বাচন ৷ সে কথা মাথায় রেখে পৌরপ্রশাসকদের সতর্ক করে উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার বিধায়ক ও সাংসদদের সঙ্গে প্রশাসকদের সমন্বয় সাধনেও সচেষ্ট হলেন তিনি ৷ উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে জেলার বেশ কয়েকটি পৌরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা । পৌর প্রশাসক ও বোর্ডের সদস্যদের কড়া বার্তা দিয়ে বলেন, “ভালো কাজ করলে পুরস্কার পাবেন, কিন্তু খারাপ কাজ করলে আগামী দিনে তাঁদের নিয়ে ভেবে দেখতে হবে ৷”

বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মঞ্চ থেকেই এ বিষয়ে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী । পৌরসভার প্রশাসকদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “কেন আপনারা এলাকায় ঘুরে ঘুরে দেখছেন না ! কোথায় কী কাজ হয়েছে ! কোথায় কাজের সমস্যা রয়েছে !” এরপরই নাম করে বেশ কয়েকটি পৌরসভার কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষের সুর শোনা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের গলায়।

মুখ্যমন্ত্রীর কথায়,”ব্যারাকপুর, টিটাগড়, ভাটপাড়া, দমদম-সহ আরও কয়েকটি পৌরসভার কাজকর্ম নিয়ে অভিযোগ রয়েছে । প্রশাসক বোর্ড থাকলেও কেন পৌরসভার প্রশাসকরা মাঠে নেমে কাজ করবেন না? জনসাধারণের সমস্যা কেন খতিয়ে দেখবেন না? এ রকমই নানা প্রশ্ন তুলে এ দিন পৌরসভার প্রশাসকদের একহাত নেন মুখ্যমন্ত্রী।

পৌরসভার কাজকর্ম নিয়ে তিনি এতটাই ক্ষুদ্ধ যে, প্রশাসকদের মাথার উপর পর্যবেক্ষক পর্যন্ত বসিয়ে দেন। তাঁরাই এবার থেকে এলাকায় ঘুরে ঘুরে পৌরসভার কাজকর্মের মাপকাঠি খতিয়ে দেখবেন। কে কোথায় কেমন কাজ করছেন, কোথায় কাজ করছেন না, কোথায় জনগণের অসুবিধা হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট পেশ করবেন ওই পর্যবেক্ষক। যিনি ভাল কাজ করবেন তাঁকে পুরষ্কৃত করা হবে বলে জানান মমতা ৷ আর যিনি ভাল কাজ করবেন না, তাঁকে আগামী দিনে দায়িত্ব দেওয়ার আগে ভাবনাচিন্তা করা হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।

এদিন টিটাগড় পৌরসভার প্রশাসকের কাজকর্মের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনার কাজকর্মের ধরন নিয়ে অনেক অভিযোগ রয়েছে এলাকায়। সেগুলো ঠিকমতো দেখে নিন ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করলে ওই পৌরসভার প্রশাসককে ধমক দিয়ে বসিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, আপনাদের স্কুল, বিল্ডিং তৈরি করতে হবে না। এই কাজে সাহায্য করবেন দলের সাংসদরা বিধায়কদের সাহায্য নিয়ে আপনারা পানীয় জল, রাস্তাঘাটের দিকে বেশি মনোনিবেশ করুন। না-হলে জনগণ ছেড়ে দেবে না। একদিন না একদিন কৈফিয়ত চাইবে। সেটা হতে দিতে পারি না। মানুষের হয়ে কাজ করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য ৷

কোভিড পরিস্থিতিতে ধাপে ধাপে রাজ্যের পৌরসভার নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের ১২৫টি পৌরসভা এবং কর্পোরেশনে কাজের ক্ষেত্রে নজরদারি চালাতে পর্যবেক্ষক নিয়োগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বভাবতই পৌরসভা নির্বাচনই যে তাঁর পাখির চোখ, তাতে কোনও সন্দেহ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*