বীরভূমের প্রচারসভা থেকে অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, দুবরাজপুর সভা থেকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই যে অনুব্রতর গ্রেফতারি সেই অভিযোগ করেন মমতা।
ফোনের বক্তব্য থেকে তৃণমূল সভানেত্রী বলেন, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাওয়ার কথা থাকলেও পায়ের চোটের কারণে শেষপর্যন্ত ফোনেই সভা করেছেন মমতা। সভা থেকেই কেন্দ্রের মোদি সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কেষ্টর নামে বলা হচ্ছে। ওঁর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে। দোষ করলে আদালতে প্রমাণ করুক। কিন্তু প্রমাণ তো করতে পারছে না।” মমতার অভিযোগ, “আটকে রাখা হয়েছে যাতে ও তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”
অনুব্রতহীন বীরভূমে যে তিনি নজর রাখবেন তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তৃণমূল সভানেত্রী অভিযোগ করেছিলেন, ”ভোটে এলেই কেষ্ট কে নজরবন্দি করে রাখে কেন্দ্র।” গরুপাচার মামলায় প্রায় এক বছর জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। বর্তমানে তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই অনুব্রতকে গ্রেফতার বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল। এদিন সেই অভিযোগেই করলেন তৃণমূল সুপ্রিমো।
Be the first to comment