পূর্বপরিকল্পিত!ভবানীপুরের ব্যবসায়ী খুনে ‘ক্রিমিনাল ব্রেন’ দেখছেন মমতা

Spread the love

নিমতায় মর্মান্তিকভাবে খুন করার অভিযোগ উঠেছে ভবানীপুরের এক ব্যবসায়ীকে। ঘটনায় ইতিমধ্য়েই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভবানীপুরের এই ঘটনার খবর পেয়ে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন মৃত ব্যবসায়ী ভব্য লখানির বাড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলও। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বললেন, ‘স্ট্রং অ্যাকশন নিতে হবে। ঘটনার পিছনে রয়েছে ক্রিমিনাল ব্রেন। পুলিশের রিপোর্ট থেকে যা দেখতে পেলাম, পূর্ব পরিকল্পিতভাবে কাজটি করা হয়েছে।

মৃত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে কথা বলে, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, পরিবারের অভিভাবক বলতে ওই ব্যবসায়ীই ছিলেন। বাড়িতে তাঁর বৃদ্ধা মা রয়েছেন, স্ত্রী রয়েছেন। দুই সন্তানও রয়েছে। এক ছেলে আইসিএসই পরীক্ষা দিচ্ছে। অপর ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে। মমতা বললেন, ‘পরিবারটি কার্যত একা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবে তাঁর পাড়া-প্রতিবেশীরা সকলে সঙ্গে রয়েছেন।’ ভবানীপুরের ব্যবসায়ী খুনের তদন্তে যে কোনও খামতি থাকবে না, সে কথাও আজ বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ‘পুলিশ সবরকম কড়া পদক্ষেপ করবে। সেই জন্য নিমতা থানার থেকে কেসটি লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে।’

ব্যবসায়ী খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা ক্রিমিনাল নয়, এরা ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। যারা এই ধরনের অপরাধ করে, আমি মনে করি পুরোটাই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। ট্যাঙ্কের মধ্য়ে ঢুকিয়ে পুরোটা সিমেন্ট লাগিয়ে দিয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*