পরিবারের পরিচিতরা কেউ ভবানীপুরের শাহ দম্পতি খুনে পিছনে রয়েছে৷ বুধবার নিহত শাহ দম্পতির বাড়িতে যান মুখ্যমন্ত্রী ৷ কথা বলেন তাঁর দুই মেয়ের সঙ্গে৷ পরে মুখ্যমন্ত্রী জানান, পুলিস সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে ৷ অনেকটাই পথ এগোনো গিয়েছে ৷ বাইরে থেকে এসে পরিবারের পরিচিত কেউ এই ঘটনার পিছনে জড়িত রয়েছে৷ এরপরই মমতার মন্তব্য, কে বা কারা রয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না ৷ পুলিসি তদন্ত সঠিক পথে এগোচ্ছে ৷
এ দিন হাসিমারার এক অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা৷ সেখান থেকে ফিরে নিউটাউনে এক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ৷ তা সেরে সোজা পৌঁছে যান ভবানীপুরে ৷ কথা বলেন নিহত অশোক ও রশ্মিতা শাহর দুই মেয়ের সঙ্গে ৷ বেশ কিছুক্ষণ একান্তে দুই মেয়ের সঙ্গে কথা বলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা ৷ পরে মমতা ডেকে দেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে ৷ ডেকে নেন মহানাগরিক ফিরহাদ হাকিমকেও ৷ বেশ কিছুক্ষণ পাঁচজন মিলে একান্তে আলোচনা করেন ৷ সেদিন কী অবস্থায় দেহ পাওয়া গিয়েছিল সেই বিষয়টিও খুঁটিয়ে জানেন মমতা ৷
পরে মমতা বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর রাতেই ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা হয় ৷ আমি তখন শহরে ছিলাম না ৷ নগরপাল এবং মহানাগরিককে ঘটনাস্থলে যাওয়ার কথা বলি ৷ পুলিস সঠিক পথে তদন্ত করছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের নাগালে পাওয়ার চেষ্টা করেছে এবং সেই কাজ অনেকটাই হয়ে গিয়েছে ৷’ বিনীত গোয়েল জানান, পুলিস জাল গোটাচ্ছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ যে বা যারা যুক্ত তাদের কোনও ভাবেই রেয়াত করা হবে না ৷
এরপরই মুখ্যমন্ত্রীর স্পষ্ট মন্তব্য, ভবানীপুরের মতো শান্ত এলাকায় বাইরে থেকে লোক এসে গন্ডগোল পাকাচ্ছে ৷ শাহ পরিবারের পরিচিতরাই কেউ এই কাজ করেছেন ৷ যে এই কাজের সঙ্গে যুক্ত সে এই পরিবারের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিষয় জানে বলেও বুঝিয়ে দেন মমতা ৷
Be the first to comment