ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরালে এফআইআরের নির্দেশ মমতার

Spread the love

ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরানো হচ্ছে। আমার কাছে খবর আসছে। আমি কৃষকদের বলে যাচ্ছি যারা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে এফআইআর করুন। সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বর্ধমানে মাটি উৎসবের সূচনা করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, আমার কাছে খবর আছে ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে। কৃষক মান্ডিতে আসা কৃষকদের হয়রান করছে কেউ কেউ। ঘোরাচ্ছে। আমি বলে যাচ্ছি, সোজা থানায় বা বিডিওর কাছে কমপ্লেন করুন। বিডিওদেরও বলছি, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া হয়।

কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ অনুষ্ঠানে | Distribution of Krishak Bandhu (New) scheme in Kharif season

কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ অনুষ্ঠানে | Distribution of Krishak Bandhu (New) scheme in Kharif season

Posted by Mamata Banerjee on Sunday, June 26, 2022

প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রী এক জনসভায় অভিযোগ তোলেন, কৃষক মান্ডির ধান ওজনের মেশিনে গণ্ডগোল করে রাখা হচ্ছে। বাঁকুড়ার ওই সভার পর এদিন বর্ধমানেও জেলাশাসক ও পুলিস সুপারকে মমতার বার্তা কৃষকদের ঠকানোর কিংবা হয়রান করার কোনও অভিযোগ পেলেই যেন সঙ্গে সঙ্গে পুলিস পদক্ষেপ করে।

এদিন মমতা আরও বলেন, বিজেপি কৃষক-বিরোধী। আমিই সর্বপ্রথম বিজেপির কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করেছি। সোমবার বর্ধমানের অনুষ্ঠান থেকে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবাবহাট মোড়ের গোদার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২৩৮৫ কোটি টাকা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না। কৃষকরাই আমাদের সম্পদ। বাংলার কৃষকদের আয় তিনগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ১১ বছরে ৫৭ লক্ষ টন শস্য উপাদন বেড়েছে। খাজনা মিউটেশন ফি আমাদের সরকারই মুকুব করেছি। কৃষকদের স্বার্থে আমি ২৬ দিন অনশনও করেছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*