শুক্রবারে ভারাক্রান্ত বাংলা সাহিত্য জগত, প্রয়াত বাঙালির প্রিয় শিশুসাহিত্যিক। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় মানেই বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু আর সঙ্গী পঞ্চুর রুদ্ধশ্বাস অভিযান। মলাটবন্দি বইয়ের পাতায় জীবন্ত হয়েছে প্রতিটা চরিত্র। রহস্য আর রোমাঞ্চপ্রেমী বাঙালিকে কিশোরদের রহস্য উন্মোচনের এই নেশা শুরু থেকে পাণ্ডব গোয়েন্দার প্রেমে পড়তে বাধ্য করেছেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। প্রবীণ সাহিত্যিক স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, শুক্রবার বেলা ১১.২০ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে একটা যুগের অবসান হল। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখেন,
“বিশিষ্ট সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। অসংখ্য গল্প ও উপন্যাসের স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ‘পাণ্ডব গোয়েন্দা’ কাহিনির জন্য পাঠকের মনে চিরস্থায়ী আসন অর্জন করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: সোনার গণপতি হীরের চোখ, দেবদাসী তীর্থ, কিংবদন্তীর বিক্রমাদিত্য ইত্যাদি।
তাঁর প্রয়াণ সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
Be the first to comment